Advertisement
E-Paper

নবীন বরণে ডাক পেয়েও বাতিল দেব

নবীন বরণ অনুষ্ঠানে আসার কথা ছিল চিত্রতারকা এবং তৃণমূল সাংসদ দেবের। কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার হঠাৎই ওই অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। শেষ পর্যন্ত ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী সদলবল শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে শুরু করে বিকাশ ভবন পর্যন্ত দৌড়ঝাঁপ করে অনুষ্ঠান করার সম্মতি পান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা আজ, মঙ্গলবার। তার আগেই ওই অনুষ্ঠান ঘিরে রবি-সোমবার চূড়ান্ত নাটক হয়ে গেল দফায় দফায়! এবং নাটকের ক্লাইম্যাক্সে বাদ পড়ে গেলেন খোদ নায়ক— দেব!

নবীন বরণ অনুষ্ঠানে আসার কথা ছিল চিত্রতারকা এবং তৃণমূল সাংসদ দেবের। কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবার হঠাৎই ওই অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। শেষ পর্যন্ত ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী সদলবল শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে শুরু করে বিকাশ ভবন পর্যন্ত দৌড়ঝাঁপ করে অনুষ্ঠান করার সম্মতি পান। তবে শিক্ষামন্ত্রী শর্ত দেন, অনুষ্ঠান যেন রুচিসম্মত হয়। কিন্তু বিষয়টি জানাতে লগ্নজিতারা উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতেই তিনি জানিয়ে দেন, দেবকে আনা যাবে না। লগ্নজিতারা আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তখন শিক্ষামন্ত্রী জানান, দেবকে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক।

পড়ুয়াদের নিজস্ব এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু দেব নয়, আসার কথা ছিল রুক্মিণী এবং কোয়েল মল্লিকেরও। ঠিক ছিল, দেবের নতুন ছবি ‘ককপিট’-এর প্রোমোশনের জন্যই তাঁর সঙ্গে আসবেন ছবির নায়িকা রুক্মিণী। কিন্তু সব বাদ।

প্রথমে রাজি হয়েও দেবের ব্যাপারে কেন বেঁকে বসলেন পার্থবাবু? বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, শিক্ষামন্ত্রী রবিবার রাতে লগ্নজিতাকে নির্দেশ দেন, দেবকে ওই অনুষ্ঠানে আনা যাবে না। গোটা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর এতটা ক্ষোভের কারণ তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র নেতৃত্বাধীন ছাত্র সংসদের সদস্যদের মধ্যে তুমুল গোষ্ঠী-কোন্দল। এ বারের শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ যে-নাচগান করেছিলেন, একটি গোষ্ঠী তার ভিডিও শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছিল। গত সপ্তাহে নবীন বরণ অনুষ্ঠানের মহড়া ঘিরেও ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকটি টেবিল টেনিস বোর্ড উল্টে দেওয়া হয়। গোষ্ঠী-কাজিয়া যে চরমে পৌঁছেছে, বিশ্ববিদ্যালয়ের একটি মহল শিক্ষামন্ত্রীকে তা জানিয়েছে।

আরও পড়ুন: ধর্মগুরুর নির্দেশে বন্ধে অনড় গুরুঙ্গ

ছাত্র সংসদের একটি সূত্রে জানা গিয়েছে, এর আগে উপাচার্যকে অনুষ্ঠানের বিষয়টি জানাতে গেলে তিনি নির্দেশ দেন, কোনও ব্যান্ড যেন না-আসে। তাই ভারতীয় পোশাক নিয়ে একটি ফ্যাশন শো করার সিদ্ধান্ত হয়েছিল। রবিবার ঠিক হয়, দেব-রুক্মিণী তাঁদের
নতুন ছবির বিপণনে এই অনুষ্ঠানে আসবেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রীকে জানানোর আগেই পার্থবাবুরর ফোন পান লগ্নজিতা।

শিক্ষামন্ত্রী সোমবার দুপুরে বলেন, ‘‘সব কিছু যে-ভাবে চলছে, তাতে এ সব বন্ধ রাখাই ভাল।’’ শিক্ষা শিবির সূত্রের খবর, বাইরের কলেজগুলির ছাত্র সংসদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করতে চাইলে কর্তৃপক্ষকে সেই অনুমতি দিতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে উচ্চগ্রামে নাচাগানার অভিযোগ উঠেছে বারে বারেই।

দেবের ব্যাপারে উপাচার্যের আপত্তি কেন? শিক্ষা সূত্রে জানা গিয়েছে, লগ্নজিতাদের অনুরোধে শিক্ষামন্ত্রী সম্মতি দেওয়ার পরে বিষয়টি লিখিত ভাবে উপাচার্যকে জানাতে গেলে তিনি জানিয়ে দেন, দেবকে আনা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ছবি প্রোমোশন বা বিপণনের বিষয়ে আপত্তি তোলেন উপাচার্য। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা। ফিল্ম প্রোমোশনের জায়গা নয়। তবে গোটা বিষয়টি নিয়ে উপাচার্য সরাসরি কোনও মন্তব্য করতে চাননি।

ভয়ানক আতান্তরে পড়ে গিয়েছেন লগ্নজিতারা। ‘‘দেব জানেন, উনি আসছেন। জানি না, এ বার কী করে বলব যে, আপনি আসবেন না। যা-ই হোক, আমরা সুষ্ঠু ভাবে অনুষ্ঠানটা করতে চাইছি,’’ বলেন লগ্নজিতা।

Calcutta University Dev Rukmini Maitra CU Freshers কলকাতা বিশ্ববিদ্যালয় দেব
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy