Advertisement
E-Paper

‘ঢাক-ঢোলে লাভ নাই, উন্নয়ন অমিত শাহের রাস্তাতেও দাঁড়িয়ে ছিল’

যে কোনও নির্বাচনের আগেই বীরভূমে নতুন নতুন শব্দবন্ধ ছড়িয়ে দিতে অভ্যস্ত তৃণমূলের দাপুটে জেলা সভাপতি। কখনও ‘গুড় বাতাসা’, কখনও ‘চড়াম চড়াম’, কখনও ‘দড়াম দড়াম’— এক একটা ভোটের আগে এক এক রকম মন্তব্য করে গোটা রাজ্যে হইচই ফেলেছেন অনুব্রত।

ঈশানদেব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৭:০৬
কী বললেন অনুব্রত মণ্ডল?— নিজস্ব চিত্র।

কী বললেন অনুব্রত মণ্ডল?— নিজস্ব চিত্র।

সফরে অমিত শাহ। স্বাভাবিক ভাবেই চাঙ্গা বিজেপি। বীরভূমে তাই অনুব্রত মণ্ডলকে প্রতীকী চ্যালেঞ্জ ছোড়ার আয়োজন হল স্থানীয় বিজেপির তরফে। ঢাকের বাদ্যিতে অমিত শাহকে তারাপীঠে স্বাগত জানানো হল। বিজেপি নেতা-কর্মীরা বললেন, অমিত শাহের বীরভূম সফরের দিনে আসলে ‘চড়াম চড়াম’ বোল শুনিয়ে দেওয়া হল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। তবে বীরভূমের দাপুটে নেতা ‘কেষ্টদা’ বিন্দুমাত্র বিচলিত নন ঢাকের আওয়াজে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বললেন, ‘‘অমিত শাহের রাস্তাতেও উন্নয়ন দাঁড়িয়ে ছিল।’’

যে কোনও নির্বাচনের আগেই বীরভূমে নতুন নতুন শব্দবন্ধ ছড়িয়ে দিতে অভ্যস্ত তৃণমূলের দাপুটে জেলা সভাপতি। কখনও ‘গুড় বাতাসা’, কখনও ‘চড়াম চড়াম’, কখনও ‘দড়াম দড়াম’— এক একটা ভোটের আগে এক এক রকম মন্তব্য করে গোটা রাজ্যে হইচই ফেলেছেন অনুব্রত। অমিত শাহের তারাপীঠ তথা বীরভূম সফরকে কেন্দ্র করে পাল্টা হইচই ফেলার চেষ্টায় ছিল বিজেপি। ঢাকির দল এনে অভিনব কায়দায় বীরভূমে অমিত শাহকে স্বাগত জানানোর আয়োজন হয়েছিল। কিন্তু বিজেপির সেই ‘চড়াম চড়াম’ বাদ্যিকে যেন পাত্তাই দিলেন না ‘কেষ্টদা’।

কী বললেন অনুব্রত মণ্ডল? বললেন, ‘‘ঢাক বাজাক, ঢোল বাজাক, কোনও লাভ নাই। উন্নয়ন বীরভূমের রাস্তায় এখনও দাঁড়িয়ে রয়েছে।’’

আরও পড়ুন, সমঝোতা ভুলে যান, সরাসরি সঙ্ঘাত তৃণমূলের সঙ্গেই, দলকে স্পষ্ট বার্তা অমিত শাহের

রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে— অনুব্রতর এই মন্তব্যে পঞ্চায়েত ভোটের আগে তীব্র বিতর্ক হয়েছিল গোটা রাজ্যে। অনুব্রত তখনও অবিচলিত ছিলেন। বলেছিলেন, ‘‘কোনও ভুল কথা বলিনি।’’ বৃহস্পতিবারও সেই ভঙ্গিতেই বললেন, ‘‘আগেও বলেছিলাম, এখনও বলছি, বীরভূমের রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। অমিত শাহও দেখতে পেয়েছেন, উন্নয়ন কী ভাবে দাঁড়িয়ে রয়েছে। তাই ওঁর মুখ বন্ধ হয়ে গিয়েছে। তারাপীঠে এসে তিনি পুজো দিয়েছেন, তার পর মুখ বুঁজেই চলে গিয়েছেন। মুখ খুলতে পারেননি।’’ রাস্তায় উন্নয়নকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলেই অমিত শাহ আর মুখ খোলেননি, মন্তব্য অনুব্রতর।

আরও পড়ুন, বাজে খরচ কমাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির সর্বভারতীয় সভাপতি যে তারাপীঠে পুজো দিতে যাবেন, তা আগেই স্থির হয়েছিল। অমিতের সফরের কয়েক দিন আগেই তারাপীঠ মন্দিরে পৌঁছনোর রাস্তার দু’ধার মুড়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি সম্বলিত অগণিত ফ্লেক্সে। তা নিয়েও বেশ বিতর্ক হয়েছে রাজ্যে। তবে অনুব্রত মণ্ডল এ দিন ফের বুঝিয়ে দিলেন, কোনও বিতর্কই তাঁকে স্পর্শ করছে না। ফের বললেন, ‘‘উন্নয়ন দাঁড়িয়ে ছিল অমিত শাহের রাস্তাতেও।’’

Anubrata Mandal অনুব্রত মণ্ডল TMC Amit Shah BJP অমিত শাহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy