Advertisement
০২ মে ২০২৪

স্বরূপনগরে উদ্ধার ৬০টি সোনার বিস্কুট

পেট্রাপোলের পর স্বরূপনগর। ফের ধরা পড়ল সোনার বিস্কুট। প্রায় ৫ কেজি ৭ ৫০ গ্রাম ওজনের ৬০টি সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২০ জুন ২০১৪ ০১:২৪
Share: Save:

পেট্রাপোলের পর স্বরূপনগর।

ফের ধরা পড়ল সোনার বিস্কুট। প্রায় ৫ কেজি ৭ ৫০ গ্রাম ওজনের ৬০টি সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে সরাত গাজি ওরফে সোহারফ মানে এক দুষ্কৃতীর কাছ থেকে বিএসএফের ১৫২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানের ওই সোনা উদ্ধার করে। স্বরূপনগর থানার পুলিশ সোহারফকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কোথা থেকে, কাদের জন্য ওই সোনা আনা হচ্ছিল তার তদন্তে নেমেছে পুলিশ।

গত মঙ্গলবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে ধরা পড়েছিল ৩৭টি সোনার বিস্কুট। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে বাংলাদেশের এক ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট মহম্মদ মনিরুজ্জামান। ওই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ, দুষ্কৃতীদের পাশাপাশি এ বার সোনা পাচারের ঘটনায় ক্লিয়ারিং এজেন্ট ধরা পড়ায় তারা উদ্বিগ্ন।

পুলিশ এবং বিএসএফ সূত্রের খবর, গত এক বছরে স্বরূপনগর সীমান্তে ১৫ কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার হয়েছে। সম্প্রতি কৈজুড়ি, গাবর্ডা, আমুদিয়া, হাকিমপুর-সহ সীমান্তবর্তী গ্রাম দিয়ে সোনাই নদী পার করে সোনা ছাড়াও গরু-মোষ, মোটরের যন্ত্রপাতি, মাদক থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র পাচার হচ্ছে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল ৮টা নাগাদ আমুদিয়া গ্রামে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় জওয়ানরা তাদের থামতে বলে। তাদের মধ্যে দু’জন বাংলাদেশ সীমান্তের দিকে পালালেও জওয়ানরা ওই গ্রামের বাসিন্দা সরাত গাজি ওরফে সোহারফকে ধরে ফেলে। তার কাছে থাকা সাইকেলে ঝোলানো একটি থলে থেকে উদ্ধার হয় ৬০টি সোনার বিস্কুট। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE