Advertisement
১৮ মে ২০২৪

অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট, গ্রেফতার যুবক

ডেবিট কার্ড জালিয়াতি করে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হুগলি জেলা পুলিশ। রবিবার ব্যান্ডেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন চুঁচুড়া থানার আইসি সুশান্ত মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০১:৩৩
Share: Save:

ডেবিট কার্ড জালিয়াতি করে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল হুগলি জেলা পুলিশ। রবিবার ব্যান্ডেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন চুঁচুড়া থানার আইসি সুশান্ত মুখোপাধ্যায়। ধৃতের নাম অরুণ মিশ্র। তার বাড়ি আদতে বিহারে। পুলিশ জানিয়েছে, এখানে নাম ভাঁড়িয়ে নানা জায়গায় থাকত অরুণ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভোটার কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্ট। সেগুলি আসল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এক মহিলা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ দায়ের করেন। সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বেসরকারি ব্যাঙ্কে ওই মহিলার অ্যাকাউন্ট আছে। তিনি কর্মসূত্রে সিঙ্গাপুরে রয়েছেন।

পুলিশ জেনেছে, ওই মহিলার ডেবিট কার্ডের পিন কোনও ভাবে জানতে পেরেছিল অরুণ। সেই সূত্র ধরে তদন্তে নেমে সল্টলেক পুলিশ জানতে পারে, ব্যান্ডেলে আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত। এর পরেই হুগলি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর পুলিশের তদন্তকারী অফিসারেরা। হুগলি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জেরা করে দেশি-বিদেশি কিছু ভুয়ো অ্যাকাউন্টের হদিস পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, ইন্টারনেটে টাকা হাতানোর কোনও চক্রের সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ থাকতে পারে। এমনকী, উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া, বীজপুরেও ওই চক্রের ডেরা আছে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। মাসখানেক আগে হায়দরাবাদেও একই কারণে পুলিশের হাতে ধরা পড়েছিল অরুণ। হুগলির ডিএসপি (ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং) দেবশ্রী সান্যাল জানান, ধৃতকে বিধাননগর পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বিধাননগরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অজয় প্রসাদ জানান, বেশ কিছু দিন আগে ওই মহিলা অভিযোগ করেছিলেন। অভিযুক্তকে হাতে পেলে অভিযোগ খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debit card fraud hoogly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE