Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জল চেয়ে অবরোধ, গোলমাল চুঁচুড়ায়

প্রবল গরমে পানীয় জলের দাবিতে জি টি রোড অবরোধ ঘিরে গোলমাল হল চুঁচুড়ার সুকান্তনগরে। শনিবার সকালে প্রায় তিন ঘণ্টা ধরে হুগলি-চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া-ধরমপুর এলাকার শ’খানেক বাসিন্দা অবরোধ করেন।

অবরোধ চলছে জি টি রোডে। ছবি: তাপস ঘোষ।

অবরোধ চলছে জি টি রোডে। ছবি: তাপস ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৪ ০১:২৬
Share: Save:

প্রবল গরমে পানীয় জলের দাবিতে জি টি রোড অবরোধ ঘিরে গোলমাল হল চুঁচুড়ার সুকান্তনগরে। শনিবার সকালে প্রায় তিন ঘণ্টা ধরে হুগলি-চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া-ধরমপুর এলাকার শ’খানেক বাসিন্দা অবরোধ করেন। দলীয় কিছু কর্মী-সমর্থককে নিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করতে যান উপ-পুরপ্রধান তৃণমূলের অমিত রায়।তাঁর সামনেই দু’পক্ষের বচসা থেকে ধাক্কাধাক্কি হয়। দু’পক্ষই মারধরের অভিযোগও তুলেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, “সমস্যার কথা জানি। ওই এলাকায় জল সরবরাহের জন্য মহিষমর্দিনীতলায় নতুন পাম্প বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি, শীঘ্রই পাম্প চালু করা যাবে। জল সরবরাহ স্বাভাবিক হবে।”

পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে ওই ওয়ার্ডে জল সরবরাহের জন্য মহিষমর্দিনীতলার একটি পুরনো পাম্প খারাপ হয়ে যায়। তার পর থেকেই সমস্যার সূত্রপাত। ওই পাম্প সারানো হলেও পর্যাপ্ত জল মেলে না। এ নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দারা একাধিকবার পুরসভায় দরবারও করেছেন। পথ অবরোধও হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পুরসভার পক্ষ থেকে পরিস্থিতি সামলানোর জন্য প্রতিদিন জলের ট্যাঙ্ক পাঠিয়ে দেওয়া হয় ওই ওয়ার্ডে। কিন্তু সেই জল পর্যাপ্ত নয় বলে অভিযোগ।

শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ওয়ার্ডের বহু মহিলা-পুরুষ বাঁশ, টায়ার ফেলে জি টি রোড অবরোধ শুরু করেন। ফলে, যানজট হয়। তার মধ্যেই ওই গোলমাল। অবরোধকারীদের অভিযোগ, তৃণমূল সমর্থকেরা তাঁদের এক জনকে মারধর করে। এর পরেই অবরোধকারীদের কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থকদের ধাওয়া করেন। ফিরে যান অমিতবাবুও। সেই সময়ে দলীয় এক সমর্থককে মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ তোলেন গৌরীকান্তবাবুও। পরে তিনি কয়েক জন কাউন্সিলরকে নিয়ে ফিরে এসে সমস্যা মেটানোর আশ্বাস দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water-crisis chinsura agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE