Advertisement
১৭ জুন ২০২৪

দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে গ্যাস লিকে অসুস্থ ৯ মুথাডাঙায়

সোমবার আরামবাগের মুথাডাঙায় একটি সমবায় সমিতি পরিচালনাধীন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে কমপ্রেসার ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দমকল বাহিনী এবং পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে তাঁদের মধ্যে ৬ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০১:১৫
Share: Save:

সোমবার আরামবাগের মুথাডাঙায় একটি সমবায় সমিতি পরিচালনাধীন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে কমপ্রেসার ফেটে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দমকল বাহিনী এবং পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে তাঁদের মধ্যে ৬ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আদমবাঁধ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায়ের সম্পাদক শেখ আব্দুল আলি বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অসুস্থদের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত দুধ শীতলীকরণের প্রক্রিয়া চলাকালীন এ দিন দুপুর ১টা নাগাদ শ্রমিকেরা অ্যামোনিয়ার ঝাঁঝালো পান। ওই ঘরে তখন প্রক্রিয়াকরণের কাজে জনা দশেক কর্মীর সঙ্গে কয়েকজন গোয়ালা মিলিয়ে মোট ১৫ জন ছিলেন। গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন দ্রুত বাইরে বেরিয়ে এলেও বাকিরা পরিস্থিতি যাচাই ভিতরে ছিলেন। তাঁদেরই একজন তথা ওই কেন্দ্রের তদারকিতে থাকা সুবোধ সরকার বলেন, “কিছু বোঝার আগেই ফেটে গেল কম্প্রেসার। দম বন্ধ হয়ে আসছিল। কোনওমতে সকলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসি। অসুস্থদের মধ্যে সহদেব মান, কাশীনাথ মাল, মিন্টু ঘোষ, কালীকিঙ্কর ঘোষ প্রমুখ জানান, তাঁদের পেট সহ সমস্ত শরীর জ্বালা করছে। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে মিন্টু ঘোষ, কালিকিঙ্কর ঘোষ সহ ৬ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁরা আরও ভাল চিকিৎসার জন্য নিজেরাই কলকাতায় চলে গিয়েছেন। অন্যদের চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE