Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ব্লেড চালিয়ে স্ত্রীকে জখম করে ধৃত স্বামী

বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী, এই সন্দেহে ভরসন্ধ্যায় স্টেশন চত্বরে স্ত্রীকে ব্লেড দিয়ে ফালাফালা করল এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে ১৪টি সেলাই পড়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশনের ১ এবং ২ নম্বর রেললাইনের মাঝে। বনগাঁ জিআরপি ওই ব্যক্তির স্বামীকে গ্রেফতার করেছে।

হাসপাতালে কবিতা।

হাসপাতালে কবিতা।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২১ মে ২০১৪ ০১:০৭
Share: Save:

বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী, এই সন্দেহে ভরসন্ধ্যায় স্টেশন চত্বরে স্ত্রীকে ব্লেড দিয়ে ফালাফালা করল এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পেটে ১৪টি সেলাই পড়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশনের ১ এবং ২ নম্বর রেললাইনের মাঝে। বনগাঁ জিআরপি ওই ব্যক্তির স্বামীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বনগাঁর নয়া গোপালগঞ্জের বাসিন্দা সমীর হালদারের সঙ্গে বিয়ে হয়েছিল পাশের ঢাকাপাড়ার বাসিন্দা কবিতার। অভিযোগ, স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক আছে, এই সন্দেহে তাঁদের মধ্যে ঝামেলা বাধে। দু’জনের ছাড়াছাড়িও হয়ে যায়। যদিও আইনি পথে বিচ্ছেদ হয়নি। কবিতা বামনগাছি এলাকার এক যুবকের সঙ্গে থাকতে শুরু করেন বলে জানতে পেরেছে পুলিশ।

জনতার মারে জখম সমীর।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভাইকে নিয়ে কবিতা মোবাইল কিনতে যাচ্ছিলেন বনগাঁ স্টেশন দিয়ে। সে সময় পেশায় রং-মিস্ত্রি সমীর স্ত্রীকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। আচমকাই ওই মহিলার উপরে চড়াও হয়ে ব্লেড দিয়ে কোপাতে থাকেন। যন্ত্রণায় রেললাইনের শুয়ে পড়ে কবিতা ছটফট করতে থাকেন। আশপাশের লোকজন সমীরকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। তাঁর বাঁ চোখে ক্ষত রয়েছে। মহিলা জানান, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই অন্যত্র থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangaon extramarital affair blade injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE