Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটের দিন সন্ত্রাসের আশঙ্কায় বাম নেতৃত্ব

তৃণমূল বাইরে থেকে লোক এনে ভোটের দিন সন্ত্রাস করতে পারে বলে আগাম আশঙ্কার কথা জানিয়ে রাখল উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০১:২০
Share: Save:

তৃণমূল বাইরে থেকে লোক এনে ভোটের দিন সন্ত্রাস করতে পারে বলে আগাম আশঙ্কার কথা জানিয়ে রাখল উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট।

শুক্রবার বারাসতে সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্ট। সিপিএম নেতা অমিতাভ নন্দী বলেন, “গেস্টহাউস ও ক্লাবগুলিতে তৃণমূল লোক জড়ো করছে ভোটের দিন সন্ত্রাস করার জন্য। এ রকম হলে বামফ্রন্টেরও বাইরে থেকে লোক আনার অধিকার থাকবে।” অমিতাভবাবুর অভিযোগ, জেলার ১৪২টি বুথে এজেন্ট দিতে পারছেন না তাঁরা। মূলত শাসন, মিনাখাঁ, হাড়োয়া, ব্যারাকপুরে নাম এই প্রসঙ্গে উল্লেখ করেন অমিতাভবাবু। তাঁর অভিযোগ, কত শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা তাঁদের জানানো হয়নি। বুথে নিরাপত্তার কী ব্যবস্থা থাকবে, তা-ও জানায়নি নির্বাচন কমিশন। অমিতাভবাবুর অভিযোগ, সন্ত্রাসের বাতাবরণে ভোট চলছে গোটা রাজ্যে। বাম নেতৃত্ব এ দিন জানান, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশের সঙ্গে তাঁরা দেখা করেছেন। সুধীরকুমার তাঁদের জানিয়েছেন, ঘরছাড়াদের এই মুহূর্তে ফেরানোর ব্যবস্থা করতে না পারলেও তাঁদের এক জায়গায় জড়ো করা গেলে নির্বাচন কমিশন তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন, “জেলার কোনও হোটেল-ক্লাবে বাইরে থেকে লোক এনে আমরা রাখিনি। এটা আমাদের নীতি নয়।” বাম জমানায় সন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বামেদের আমলে তৃণমূলের কেউ হাড়োয়া, শাসনে প্রচারে ঢুকতে পারেনি। এমনকী, মমতাও নন। তৃণমূলের সব থেকে বেশি লোক খুন হয়েছে শাসনে।” জনসমর্থন কমে আসায় বামেরা এজেন্ট দিতে পারছে না বলে দাবি করেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে হুমকি-সন্ত্রাসের অভিযোগও অস্বীকার করে বামেদের প্রতি তাঁর কটাক্ষ, “আমরা তো বামেদের হয়ে এজেন্ট দিতে পারি না!”

জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “জেলার প্রতিটি প্রার্থীর সঙ্গে বৈঠক করা হয়েছে। তাঁদের অভিযোগ সম্পর্কে পদক্ষেপ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wary of violence cpm barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE