Advertisement
০২ মে ২০২৪

মমতা-বন্দনার সুর বাপির, অস্বস্তি দলে

তৃণমূল সরকারের কট্টর বিরোধী রাজ্য বিজেপি। সেই দলেরই শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী সুরকার ও গায়ক বাপি লাহিড়ী প্রশংসা করলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা-ও আবার রাজ্য দফতরে খোদ রাজ্য সভাপতি রাহুল সিংহের পাশে বসে!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৪ ০১:৪১
Share: Save:

তৃণমূল সরকারের কট্টর বিরোধী রাজ্য বিজেপি। সেই দলেরই শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী সুরকার ও গায়ক বাপি লাহিড়ী প্রশংসা করলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা-ও আবার রাজ্য দফতরে খোদ রাজ্য সভাপতি রাহুল সিংহের পাশে বসে!

বাপি আনুষ্ঠানিক ভাবে শ্রীরামপুরে ‘রোড শো’ করে প্রচার শুরু করলেন বৃহস্পতিবার থেকে। তার আগে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভাল। খুবই ভাল লাগে তাঁকে। উনি বাংলার জন্য ভাবেন। রাজ্যের জন্য কাজ করার চেষ্টা করেন।” তাঁর দাবি, “আমিও শ্রীরামপুর থেকে জিতে সংসদে গিয়ে রাজ্যের উন্নয়নের জন্যই চেষ্টা করব।” রাজ্য বিজেপি মমতার বিরোধিতা করলেও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেত্রীর প্রসঙ্গে একটু নরম সুরে কথা বলেন। সম্প্রতি ব্রিগেডের জনসভায় বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী রাজ্য সরকারের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি। বরং, মমতাকে রাজ্যের কাজ করতে দেওয়ার পাশাপাশি নিজেকে দিল্লির তখ্তে বসানোর আর্জি জানান।

বিড়ম্বনা সামাল দিতে বিজেপি-র রাজ্য নেতৃত্ব অবশ্য তাতে গুরুত্ব দিতে নারাজ। রাহুলবাবু বলেন, “বাপ্পিদা ব্যক্তি মমতার প্রশংসা করেছেন। আমরা তো ব্যক্তি মমতা বা ব্যক্তি বুদ্ধদেবের বিরুদ্ধে নই। লড়াইটা হচ্ছে নীতির।” রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি এবং বর্তমানে দলের জাতীয় পরিষদের সদস্য তথাগত রায়ও বলেন, “বাপ্পি লাহিড়ী দলের কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বের কেউ নন। তিনি আমাদের সমর্থক। দলের কার্যকর্তা এবং সমর্থকের মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর কথা কোনও অবস্থাতেই দলের বক্তব্য নয়।” সাংস্কৃতিক জগতের এক জন কৃতী মানুষ হিসেবেই বাপিকে প্রার্থী করা হয়েছে বলেও তথাগতবাবুর ব্যাখ্যা। বাপ্পির মতো অরাজনৈতিক ব্যক্তি রাজনীতির কথা বলবেন না এটাই তো স্বাভাবিক। সেই সূত্র ধরে তথাগতবাবু জানিয়েছেন, বিজেপি মনে করে, মমতার নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। তাঁর অভিযোগ, “সিপিএমের মতোই দলবাজি, দুর্নীতি করে চলেছে বর্তমান রাজ্য সরকার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp praise mamata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE