ভারতে বাংলাভাষী সংখ্যালঘুদের ‘হেনস্থা’র অভিযোগে এ বার সরব হল লন্ডনের ‘সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ’ নামে একটি গোষ্ঠী। ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস যথাক্রমে ১৫ ও ১৪ অগস্ট উপলক্ষে লন্ডনের গর্ডন স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে জড়ো হয়েছিলেন সলিডারিটি গ্রুপ এবং অন্য কয়েকটি প্রবাসী সংগঠনগুলির প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের ‘হেনস্থা’, বাড়িঘর ভাঙচুর, বাংলাদেশে পাঠানোর মতো ঘটনা ঘটছে। পরিযায়ী শ্রমিকেরা বাংলা ভাষা বলার জন্য সমস্যায় পড়ছেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান, ভারত-পাকিস্তান-কাশ্মীরের বিভিন্ন কবির কবিতা পাঠ করা হয়েছে। এর সঙ্গেই, সুকান্ত ভট্টাচার্যের ‘অবাক পৃথিবী! অবাক ক’রলে তুমি!’ কবিতাটি পাঠ করে গাজ়া ও সুদানে মানব-সৃষ্ট অনাহারের প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গেই, প্যালেস্টাইনের ‘মুক্তি’র দাবিতেও সরব হয়েছেন প্রবাসীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)