জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘার গুরুত্ব বাড়াতে বিশেষ তৎপর রাজ্য। এত দিন দক্ষিণবঙ্গের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর থেকে দিঘাগামী বাস চালাত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ট্রাম কোম্পানি, রাজ্য পরিবহণ নিগমের বাসও ছিল। এ বার সরকারি ভলভো বাসের মাধ্যমেও উত্তরবঙ্গের একাধিক এলাকার সঙ্গে জুড়তে চলেছে দিঘা। আজ, মঙ্গলবার, উত্তরবঙ্গের প্রশাসনিক কেন্দ্র উত্তরকন্যা থেকে নতুন ছ’টি রুটে ওই বাস পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদহ থেকে কলকাতা ছুঁয়ে ওই সব বাস দিঘা যাবে।
মাস কয়েক আগে পরিবহণ দফতর প্রায় ন’কোটি টাকা ব্যয়ে ছ’টি ভলভো বাস কেনে। শুরুতে রাজ্য পরিবহণ নিগমের অধীনে কলকাতা থেকে দিঘা-সহ একাধিক রুটে ওই সব বাস চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে খবর। পরীক্ষামূলক ভাবে দু'একটি নির্দিষ্ট রুটে বাস চালানোও হয়। পরে নবান্নের নির্দেশে আচমকা ওই সব বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাতে তুলে দেওয়া হয় বলে পরিবহণ দফতর সূত্রের খবর। মন্দির তৈরির পরে রাজ্যে দিঘার এই গুরুত্বে অনেকেই রামমন্দির তৈরির পরে রেলপথে অযোধ্যাকে সারা দেশের সঙ্গে জোড়ার চেষ্টার মিল দেখছেন। পরিবহণ দফতরের আধিকারিকদের অবশ্য দাবি, এই ব্যবস্থা ব্যবসায়িক পরিকল্পনা হিসেবে লাভ দেবেই। অনেকেই বেসরকারি বাসের তুলনায় কম খরচে দিঘা যেতে পারবেন।
উত্তরবঙ্গ পরিবহণ নিগমের পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার থেকে সোমবার এবং শুক্রবার দু'টি পৃথক রুটে দুপুরে দিঘাগামী বাস ছাড়বে। মঙ্গলবার এবং শনিবার দিঘা থেকেও কোচবিহারগামী বাস ছাড়বে। আলিপুরদুয়ার থেকে দু'টি রুটে মঙ্গলবার এবং শনিবার দিঘা অভিমুখে বাস ছাড়বে। দিঘা থেকে আলিপুরদুয়ার বাস চলবে বুধবার এবং রবিবার। জলপাইগুড়ি থেকে বুধবার এবং শনিবার বাস ছাড়বে। বৃহস্পতিবার এবং রবিবার দিঘা থেকে জলপাইগুড়ি বাস চলবে। শিলিগুড়ি থেকে বৃহস্পতি এবং রবিবার বাস ছাড়বে। দিঘা থেকে ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার এবং সোমবার বাস শিলিগুড়ি যাবে। রায়গঞ্জ থেকে শুক্রবার ও সোমবার এবং মালদহ থেকে শনিবার ও মঙ্গলবার বাস চলবে।
এখন কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ বাস ডিপো ছাড়াও আসানসোল, হলদিয়া, বর্ধমান, বারাসত, হাবড়া-সহ একাধিক শহর থেকে দিঘাগামী বাস নিয়মিত চলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)