Advertisement
১৭ মে ২০২৪

মহিলা মোর্চার নিজস্বীতে না দিলীপের

এ দিনের বৈঠকের শেষে মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর বলেন, ‘‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, নারী নিগ্রহে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মহিলাদের প্রতি সংবেদশীলতা আশা করেছিলাম। পেলাম না।

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:৪৫
Share: Save:

দলের মহিলাদের আন্দোলন কর্মসূচি চলাকালীন নিজস্বীতে ( সেলফি) ব্যস্ত হয়ে পড়তে নিষেধ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আইসিসিআর-এ বুধবার দলের মহিলা মোর্চার রাজ্য কার্যকারিণী বৈঠকে দিলীপবাবু বলেন, আন্দোলন কর্মসূচি চলার সময়ে কেউ যেন নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে না পড়েন। ভাল কাজ করলে অন্যরাই ছবি তুলে দেবে। নিজেদের ছবি নিজেদের তোলার দরকার হবে না। ইদানীং কালে বহু আন্দোলনেই দলের মহিলা মোর্চার কর্মীদের নিজস্বী তুলতে দেখা গিয়েছে। তার প্রেক্ষিতেই দিলীপবাবুর এই নিষেধাজ্ঞা বলে বিজেপি-র একাংশের মত।

এ দিনের বৈঠকের শেষে মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর বলেন, ‘‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, নারী নিগ্রহে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে। মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে মহিলাদের প্রতি সংবেদশীলতা আশা করেছিলাম। পেলাম না।’’ বীরভূমের এক তরুণী ছাত্রী ধর্ষিতা হয়ে আত্মঘাতী হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলায় জেলায় পুলিশ-প্রশাসনের দফতরে বিক্ষোভ দেখাবে মহিলা মোর্চা। রাজ্যে ক্রমবর্ধমান নারী নিগ্রহের প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন হবে আগামী ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ৮ মার্চে ‘জাগো জঙ্গলমহল জাগো’ নামে কর্মসূচি হবে। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার জন্য সংগঠনকে প্রস্তুত করছেন তাঁরা।

পাশাপাশি, বিজেপি-র সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মুকুল রায়ের নেতৃত্বে তাঁরা পে কমিশন দফতর অভিযান করবেন। এ দিন তৃণমূলের সরকারি কর্মী সংগঠন ছেড়ে কয়েক জন ব্যক্তি বিজেপি-তে যোগ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE