Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নাগরিকত্ব বিল নিয়ে খোঁচা তৃণমূলকে

লোকসভায় মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় বুধবার কলকাতায় দলের রাজ্য দফতরে সাফল্য উদ্‌যাপন করে বিজেপি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০২:৪৮
Share: Save:

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করায় তৃণমূলকে বাঙালি সংখ্যাগুরু বিরোধী দল বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার জবাবে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বললেন, ‘‘মানুষের স্বার্থে যে বিল হবে, তার পক্ষে আমাদের দল থাকবে। কিন্তু যে বিল ধর্ম, বর্ণ ইত্যাদি বিভিন্ন দিক থেকে মানুষকে ভাগ করে, তাকে সমর্থন করার প্রশ্নই নেই।’’

লোকসভায় মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় বুধবার কলকাতায় দলের রাজ্য দফতরে সাফল্য উদ্‌যাপন করে বিজেপি। দিলীপবাবুর বক্তব্য, গত ৭০ বছর ধরে ১ কোটি মানুষ এই বিল পাশ হওয়ার জন্যই অপেক্ষা করছিলেন। কিন্তু যে দল বাঙালি বাঙালি করে লাফায়, অসমের জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে রাস্তায় নামে, তারা এখন চুপ কেন? এই বিলের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল প্রমাণ করলেন, তাঁরা বাঙালি সংখ্যাগুরুর বিরুদ্ধে।’’ তৃণমূল অবশ্য দিলীপবাবুর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিলের সঙ্গে জনস্বার্থের কোনও সম্পর্ক নেই। ভোটের স্বার্থে মানুষের মধ্যে বিভাজন ঘটাতে এই বিল আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC Citizenship Bill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE