Advertisement
২৫ এপ্রিল ২০২৪

করিমুলের অপমান, তদন্ত শুরু

অন্তঃসত্ত্বা মেয়ের জন্য রক্ত চাইতে গিয়ে খোদ পদ্মশ্রী করিমুল হককে অপমান করার অভিযোগে রীতিমতো তোলপাড় জলপাইগুড়ি জেলা প্রশাসনে৷ জেলাশাসকের নির্দেশে এ দিনই ঘটনার তদন্ত শুরু করেছেন সদর মহকুমা শাসক৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৩:১২
Share: Save:

অন্তঃসত্ত্বা মেয়ের জন্য রক্ত চাইতে গিয়ে খোদ পদ্মশ্রী করিমুল হককে অপমান করার অভিযোগে রীতিমতো তোলপাড় জলপাইগুড়ি জেলা প্রশাসনে৷ জেলাশাসকের নির্দেশে এ দিনই ঘটনার তদন্ত শুরু করেছেন সদর মহকুমা শাসক৷ পাশাপাশি কলকাতা থেকে বিষয়টি নিয়ে জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট নিয়েছেন খোদ স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বিষয়টি নিয়ে করিমুল হক নির্দিষ্ট ভাবে কোন লিখিত অভিযোগ করলে তিনি নিজেও তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী৷

যদিও এক্ষেত্রেও যথেষ্ট মানবিকতারই পরিচয় দিয়েছেন করিমূল৷ তাঁর কথায়, ‘‘যাঁরা আমার সঙ্গে শনিবার খারাপ ব্যবহার করেছেন, দেখা যাবে তাঁরাও হয়তো আমার মতো কোনও গরিব পরিবার থেকে উঠে এসেছেন৷ তাই একজনের নামে অভিযোগ করে দশজনকে সমস্যায় ফেলতে চাই না৷ আমি শুধু চাই, দূর-দূরান্ত থেকে যারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যান, তাদের সঙ্গে যেন একটু ভাল ব্যবহার করা হয়৷’’

প্রশাসন সূত্রের খবর, এই বিষয়টি নিয়েও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা৷ প্রশাসনের এক কর্তা বলেন, হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ এর আগেও এসেছে৷ এমনটা যাতে না হয় সে জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বসা হবে৷

শনিবার সকালে করিমুল হকের বাড়ির শৌচাগারে তার দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়ে পড়ে যান৷ তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতালে সিসিইউতে তাকে রাখা হয়৷ চিকিৎসকদের পরামর্শে ভর্তির খানিক্ষণের মধ্যেই তাঁকে এক বোতল রক্ত দেওয়া হয়৷ বিকেলে আরও এক বোতল রক্তের প্রয়োজন হয়৷ কিন্তু অভিযোগ, সেই সময় করিমুল ব্লাড ব্যাঙ্কে গেলে সেখানকার কর্মীরা তাঁর সঙ্গে হাসি-ঠাট্টা, অপমান ও দুর্ব্যবহার করেন৷ ঘটনায় ব্লাড ব্যাঙ্ক চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন করিমুল৷ পরে স্বাস্থ্য দফতরের কর্তারা ওই রক্তের ব্যবস্থা করেন৷ যদিও তাঁর গর্ভে থাকা ভ্রুণটি নষ্ট হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ করিমুলের কথায়, ‘‘মেয়েকে সুস্থ করে তুলতে সব চেষ্টাই করছেন চিকিৎসক ও নার্সরা৷’’

তবে তাঁকে অপমানের বিষয়টি কানে যাওয়ার পরই জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেছেন খোদ স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি বলেন, ‘‘সিএমওএইচ আমায় প্রাথমিক একটা রিপোর্ট দিয়েছেন৷ যখন রক্ত জোগার হয়েছে তখনই তাঁকে দেওয়া হয়েছে৷ ফলে এটা নিয়ে আলাদা কোন তদন্তের ব্যাপার নেই৷ তবে তারসঙ্গে দুর্ব্যবহার নিয়ে করিমূল হক নির্দিষ্ট কোনও লিখিত অভিযোগ করলে অবশ্যই তা খতিয়ে দেখব৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Karimul Haque Padma Shri Harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE