Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বৃষ্টি হলেই মাফলার-ম্যান?

ভিজে হাওয়া লাগলেই গলা ব্যথায় কাতরান যাঁরা, তাঁদের জন্য টিপস।ভিজে হাওয়া লাগলেই গলা ব্যথায় কাতরান যাঁরা, তাঁদের জন্য টিপস।

রুমি গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৩:৪৯
Share: Save:

একটানা বৃষ্টি। বাইরে বেরোলেই কাক ভেজা। অবধারিত ভাবে ঠান্ডা লাগছে। গলা ব্যথা বা নাক দিয়ে জল পড়া, খুশখুশে কাশি লেগেই আছে। ইনফেকশন হলে ছয়-সাত দিন ভুগিয়ে ছাড়ে। ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায় জানালেন, সবার আগে দরকার মল, সিনেমা হল, বাজারের ভিড় এড়িয়ে চলা। বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে মাথা মুছে গরম জলে স্নান করুন। এসি-তে না থাকলেই ভাল। শরীর ম্যাজম্যাজ বা ব্যথার জন্য প্যারাসিটামল খাবেন। রাতে মাথার দিকে জানলা বন্ধ রাখবেন। তবে বাজার-চলতি সিরাপের না খেয়ে আয়ুর্বেদের কিছু উপায় জানালেন বিশেষজ্ঞ সুবলকুমার মাইতি।

ঠান্ডা লাগলে

গলা ব্যথা হলে নুন জল বা তেজপাতা সেদ্ধ জল দিয়ে গার্গল করুন।

লাল বচ বা যষ্ঠিমধুর টুকরো মুখে রাখলেও গলা ব্যথায় কাজ দেয়।

রাতে কয়েকটা লবঙ্গ আর তালমিছরির টুকরো মুখে রেখে মাঝে মাঝে চিবোলে সকালে গলা ব্যথা কমে যাবে।

ঠান্ডা লাগলে ১ চামচ তুলসি পাতা ও ১ চামচ বাসক পাতার রস ১/২ চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

১০০ গ্রাম জলে ৫ গ্রাম মেথি ভিজিয়ে সেই জল ফুটিয়ে চিনি মিশিয়ে চায়ের মতো খান।

নাক সুড়সুড় করে হাঁচি হলে কাঁচা তেতুল পাতা ৩ কাপ জলে ফুটিয়ে ২ কাপ করবেন। এক কাপ দিয়ে গার্গল করুন আর এক কাপ চিনি মিশিয়ে চায়ের মতো খাবেন।

হোমিওপ্যাথির দাওয়াই, নাক দিয়ে জল ঝরতে শুরু করলে অ্যাকোনাইট সঙ্গে রাখবেন। কাশি বেশি হলে ইপিকাফ কাজ দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctors rainy day cold ghorebaire ghore baire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE