Advertisement
০৭ মে ২০২৪

ব্যাঙ্ক আর মোবাইলে আধার নয়: মমতা  

ফের কেন্দ্রের বিরুদ্ধে আধার নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাড়োয়াতে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভুলেও ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর মোবাইলে আধার লিঙ্ক করবেন না। তা হলে সব গেল।’’

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
হাড়োয়া শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৩:২৫
Share: Save:

ফের কেন্দ্রের বিরুদ্ধে আধার নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাড়োয়াতে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভুলেও ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর মোবাইলে আধার লিঙ্ক করবেন না। তা হলে সব গেল।’’

কী যাবে তাও আমজনতার কাছে খোলসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করলে যে কোনও দিন কেন্দ্রীয় সরকার সব টাকা টেনে নিতে পারে। সে ক্ষেত্র জনতার টাকা সরকারের ঘরে চলে যাবে। মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা,‘‘ব্যাঙ্ক যদি আধার নম্বর চায় তো বলুন আগে লিখিত দিন যে কোনওদিন টাকা নিয়ে নেওয়া হবে না। যদি ব্যাঙ্ক লিখিতভাবে টাকা নেব না বলে তবেই আধার নম্বর দেবেন। নইলে দেবেন না।’’ শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টই নয়, মোবাইলের ক্ষেত্রেও এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর মোবাইল বন্ধ করে দিলেও তিনি কোনওভাবেই আধার নম্বর দেবেন না। দরকার হলে মোবাইল ব্যবহার করা ছেড়ে দেবেন, তবুও আধার নম্বর মোবাইলের সঙ্গে জুড়বেন না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মোবাইলে আধার নম্বর জুড়লেই আপনি স্ত্রীর সঙ্গে কী কথা বলছেন তাও কেন্দ্র শুনবে।’’

মমতার আধার রাজনীতি অবশ্য নতুন নয়। ধারাবাহিকভাবে জিএসটি চালু, নোট বাতিলের তিনি যেমন বিরোধিতা করে চলেছেন, একইভাবে আধার নিয়েও সুর চড়াচ্ছেন। কারণ, লক্ষ লক্ষ উপভোক্তাকে আধার নম্বর জুড়ে দেওয়ার নানা ফরমানে অনেকেই মুশকিলে পড়ছেন। কেন্দ্রের বিরুদ্ধে এ নিয়ে অসন্তোষও বাড়ছে। মানুষের সেই ক্ষোভই মুখ্যমন্ত্রী কাজে লাগাতে আধার নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE