এ বছর নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ মিলেছে রাজ্যে। কিন্তু মাসের শেষে সেই আমেজ উধাও হয়ে গিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরী, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিটওয়া। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি পড়েনি। তবে তাপমাত্রা বেড়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার জানিয়েছে, আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না বঙ্গে। তার পরে ধীরে ধীরে বাড়বে ঠান্ডা।
হাওয়া অফিস শনিবার দুপুর ১টায় বার্তা দিয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড় দিটওয়া শেষ ছ’ঘণ্টায় ৮ কিলোমিটার গতিবেগে উত্তর এবং উত্তর-পশ্চিমে স্থলভাগের দিকে এগোচ্ছে। শেষ মেলা তথ্য অনুসারে, পুদুচেরী থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে, করাইকাল থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় দিটওয়া। রবিবার সকালে তা উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছোবে।
আরও পড়ুন:
এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এ রাজ্যের আবহাওয়ায় পড়বে না। আগামী কয়েক দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিন রাজ্যে রাতের তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন করে ঠান্ডা পড়ছে না। তার পরের তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। শীতের আমেজ মিলবে গোটা রাজ্যেই।