হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার দুপুরে কলকাতার এক হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। রবিবার আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের তরফে জানানো হয়, হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, সাংসদের রক্তে শর্করার পরিমাণ আচমকা কমে গিয়েছিল। সঙ্গে পেটে সংক্রমণ দেখা দিয়েছিল। পরিস্থিতি বুঝে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন। সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে পরিবারের লোকজন তাঁকে লেক গার্ডেন্সের বাড়িতে নিয়ে যান। সৌগতের পরিবার সূত্রে খবর, চিকিৎসকেরা আপাতত তাকে কয়েক দিন বাড়িতে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন। সৌগতের শারীরিক অবস্থা জানতে ফোন করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। সৌগত জানিয়েছেন, তিনি ভালো আছেন। আপাতত, নিজের বাড়ি থেকেই কাজকর্ম সামলাবেন। পরে চিকিৎসকদের পরামর্শ নিয়েই আবার কাজ শুরু করতে বলা হয়েছে তাঁকে।