বর্ষায় বন্যা পরিস্থিতি এড়াতে চলতি বছরে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার কথা ঘোষণা করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। রাজ্যের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে। তবে পলি জমে জলাধারগুলির গভীরতা কমায় ধারাবাহিক ভাবে ভারী বৃষ্টিতে জল ছাড়ার পরিমাণ একই রাখা যাবে কি না, তা নিয়ে তারা সংশয়ী।
ডিভিসি না জানিয়ে বিপুল জল ছাড়ায় রাজ্যের অনেক জায়গায় বন্যা হয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে অভিযোগ করেছেন। শুক্রবার ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার জানান, একসঙ্গে ৫০ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হবে না। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারকে জানিয়েই জল ছাড়া হয়। তবে সুরেশ মেনে নেন, জলাধারগুলির ধারণ ক্ষমতা ৩৪-৩৬% কমায় বর্ষার শেষে ধারাবাহিক ভাবে ২৪-৩৬ ঘণ্টা বৃষ্টি হলে জল ছাড়তেই হয়। সেচমন্ত্রী মানস ভুঁইয়া পরে বলেন, “মুখ্যমন্ত্রী এত দিন ধরে বলেছিলেন, ডিভিসির জলাধারগুলির ড্রেজিংয়ের প্রয়োজন। সেটা ওরা মানছিল না। আমাদের না জানিয়েই জল ছেড়ে দিত।” সেচমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার ডিভিসি-সহ একাধিক সংস্থার সঙ্গে তাঁদের বৈঠক হয়। যৌথ ফোরাম করে তথ্য আদানপ্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)