Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Enforcement Directorate

গরু পাচার মামলায় দানের জমি কেনা নিয়ে প্রশ্ন

দানের জমি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে বিক্রি করেছিল সঙ্ঘ। অনুব্রতের গরু পাচারের টাকাই জমি কেনায় কাজে লাগানো হয়েছিল বলে ইডি-র সন্দেহ।

বীরভূমের ভারত সেবাশ্রম সঙ্ঘ।

বীরভূমের ভারত সেবাশ্রম সঙ্ঘ। ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ০৬:৩১
Share: Save:

গরু পাচার মামলায় তদন্তে এ বার বীরভূমের ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসীকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বোলপুরের মুলুক এলাকায় এক স্থানীয় বাসিন্দা জনসেবামূলক কাজের জন্য একটি জমি বীরভূমে ভারত সেবাশ্রম সঙ্ঘের মুলুক শাখাকে দান করেছিলেন। সেই দানের জমি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনকে বিক্রি করেছিল সঙ্ঘ। অনুব্রতের গরু পাচারের টাকাই জমি কেনায় কাজে লাগানো হয়েছিল বলে ইডি-র সন্দেহ।

এর আগে সিবিআই তদন্তে নেমে অভিযোগ পেয়েছিল, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত জোর করে জমি হাতিয়ে নিয়েছিলেন। সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম সেই জমি ১ কোটি ৬০ লক্ষ টাকায় কিনে নেয়। যদিও বাজারদর অনুযায়ী দাম অনেক বেশি। এ ক্ষেত্রে অনুব্রত কতটা প্রভাব খাটিয়েছিলেন, দানে পাওয়া জমি সঙ্ঘ কেন বিক্রি করল, তা জানতে এর আগে সিবিআই মুলুকের আশ্রমে তদন্তে গিয়েছিলেন। আজ ইডি-ও আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সুকন্যা এক জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং বিদ্যুৎ পুরসভার কর্মী।

প্রশ্ন হল, তা হলে সাড়ে চার বিঘা জমি কেনার ১ কোটি ৬০ লক্ষ টাকা কি গরু পাচার থেকে এল। গরু পাচারের তদন্তে অনুব্রতের ভগ্নিপতি কমলকান্তি ঘোষকে আগেই ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিছু দিন পরে তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে ইডি-কে জনিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE