Advertisement
১৮ মে ২০২৪
ED-Chandranath Sinha

ভোটের মুখে মন্ত্রীর বাড়িতে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত! চলতি সপ্তাহেই ইডির তলব চন্দ্রনাথকে, কারণ কী?

গত শুক্রবার বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, সেই তল্লাশিতেই ওই টাকা উদ্ধার হয়েছে।

চন্দ্রনাথ সিংহ।

চন্দ্রনাথ সিংহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১১:৪০
Share: Save:

লোকসভা ভোটের মুখে স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এ বার মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে ডেকে পাঠানোও হল। ইডি সূত্রে খবর, চলতি সপ্তাহেই চন্দ্রনাথকে তলব করা হয়েছে।

গত শুক্রবার বীরভূমের বোলপুরে নিচুপট্টিতে চন্দ্রনাথের বাড়িতে হানা দেয় ইডি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, সেই তল্লাশিতেই ওই টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে নানাবিধ তথ্য বার করা (এক্সট্র্যাক্ট) হয়েছে। সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে বলে খবর তদন্তকারীদের সূত্রে।

ইডির একটি সূত্রের দাবি, তল্লাশির পাশাপাশি চন্দ্রনাথ ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বহু প্রশ্নেরই সন্তোষজনক উত্তর মেলেনি। যদিও ইডির তল্লাশি শেষে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রনাথ। তিনি বলেছিলেন, ‘‘ইডি নিজের কাজ করেছে। আমি তদন্তে সহযোগিতা করেছি। এ নিয়ে আর কিছু বলব না।’’ টাকা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘কী উদ্ধার হয়েছে, না-হয়েছে, সে সব ইডি দাবি করছে। আমি কিছু বলব না এ সব নিয়ে।’’

তদন্তকারীদের একটি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়টি নিয়ম মেনে নির্বাচন কমিশনেও জানানো হবে। জানানো হবে আয়কর দফতরকেও। ভোটঘোষণার পরেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যায়। তখন এই ধরনের টাকা উদ্ধারের খবর কমিশনকে জানানোই নিয়ম বলে জানিয়েছে ইডি সূত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ED Chandranath Sinha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE