বর্ষশেষের প্রহরে বড়দিনকে দারুনভাবে উদযাপন করতে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করতে চলেছে সোলারিস সিটি শ্রীরামপুর। ২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই কার্নিভাল।
খাবার স্টল থেকে আকর্ষণীয় খেলা, কুইজ শো, ও নানা ধরনের মজার ইভেন্ট থাকছে এই কার্নিভালে। বলা বাহুল্য ছোট বড় সকলের জন্যেই কিছু না কিছু থাকবে এখানে। সেই সঙ্গে সোলারিসের পক্ষ থেকে কার্নিভালে উপস্থিত দর্শকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারও।
এর আগে এমন ধরনের অনুষ্ঠানের সাক্ষী থাকেনি শ্রীরামপুর। সেই কারণেই বড়দিনের এই কার্নিভাল নিয়ে প্রত্যেকেই বেশ উৎসাহিত হয়ে রয়েছে। তা হলে আর দেরি কেন? আজই আসুন এবং যোগ দিন সোলারিস সিটি শ্রীরামপুরের ক্রিসমাস কার্নিভালে।