কলেজে ভর্তির বিজ্ঞপ্তি খুব দ্রুত বেরোবে বলে বুধবার দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডি এল খান রোডে সাহিত্য অকাদেমির পুস্তক বিপণি ও প্রেক্ষাগৃহের উদ্বোধনে এসে তিনি বলেন, “আগেও বলেছি, এখনও বলছি শিক্ষা দফতর থেকে ভর্তি পোর্টালের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। হয়তো আজ-কালের মধ্যে প্রকাশিত হবে। আশা করছি, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এই সপ্তাহেই জানিয়ে দিতে পারব কবে আমাদের ভর্তির পোর্টাল খুলছে।” ওবিসি মামলার জটে এখনও আটকে ভর্তি বিজ্ঞপ্তি। ব্রাত্য বলেন, “মামলা তো এসএসসি নিয়েও হয়েছিল। মামলা হতেই পারে। আমরা তা নিয়ে চিন্তিত নই। ছাত্রছাত্রীদের আবার বলছি, চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। ভর্তির পোর্টাল খুব দ্রুতই খুলবে।” সর্বভারতীয় জয়েন্টের ফল বেরোলেও রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এতে পড়ুয়াদের অন্য রাজ্যে যাওয়ার শঙ্কা অমূলক, মত ব্রাত্যের। তিনি বলেন, “গত বারও নানা আশঙ্কা উঠেছিল। আমি নিশ্চিত, এ বারও রাজ্যে জয়েন্টের সিট খালি পড়ে থাকবে না।”
অন্য দিকে, কোর্টে রিভিউ পিটিশন-সহ নানা দাবিতে আজ, বৃহস্পতিবার যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। ব্রাত্য বলেন, “বেশির ভাগ শিক্ষকই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। পরীক্ষা যথাসময়ে হবে। একটি অংশ কী করছে, বলতে পারব না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)