গোটা পরিবারই ডাইনি অপবাদের শিকার দক্ষিণ দিনাজপুরে। ওই পরিবারের তিন জনকে জোর করে বিষ্ঠা খাইয়ে গণপিটুনি দিলেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল। গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। এখন গ্রামের পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। নতুন করে আর কোনও গন্ডগোল ঘটেনি।’’
স্থানীয় সূত্রে দাবি, গত দু’মাসে ভাদ্রা রায়পাড়ায় কয়েক জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে আতঙ্ক দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের একাংশের মনে সন্দেহ তৈরি হয় যে, কেউ হয়তো ‘তুকতাক’ করে গ্রামের লোকেদের হত্যা করছেন। এ নিয়ে এক তান্ত্রিকের সঙ্গেও কথা বলেন তাঁরা। এর পর ওই তান্ত্রিকের নির্দেশমতো শ্মশানে পুজো দিয়ে বৃহস্পতিবার রাতে পরমেশ্বর রায় নামে এক গ্রামবাসীর বাড়িতে হানা দেন গ্রামবাসীরা। অভিযোগ, সেখানে পরমেশ্বরের স্ত্রী পোতন রায়কে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়। ওই মহিলাই গ্রামবাসীদের খুন করছেন, এই অভিযোগ তুলে পরিবারের তিন জনকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গঙ্গারামপুর থানার আইসি-সহ বিশাল পুলিশবাহিনী। পুলিশ আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত তিন জন।