Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cyclone Amphan

রাশ টানতে হবে উষ্ণায়নে

পরিবেশবিজ্ঞানীদের মতে, বর্তমানে প্রকৃতির সব থেকে বড় বিপদ কার্বন দূষণ ও উষ্ণায়ন।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৪:০৭
Share: Save:

আজ, শুক্রবার, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। তার আগে মাত্র ১৫ দিনের ব্যবধানে দেশের দু’প্রান্তে আছড়ে পড়েছে দু’টি ঘূর্ণিঝড়— আমপান ও নিসর্গ। এই ঘনঘন ঘূর্ণিঝড় তৈরির জন্য মূলত উষ্ণায়নকেই দায়ী করছেন পরিবেশবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, উষ্ণায়নে রাশ টেনে পরিবেশের ভারসাম্য রক্ষা না-করলে অচিরেই যে আরও দুর্দিন ঘনিয়ে আসছে, তা হাড়ে-হাড়ে মালুম হচ্ছে।

এ বার বিশ্ব পরিবেশ দিবসে সেই বার্তাই দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এ বারের থিম ‘টাইম ফর নেচার’। তাতে বলা হয়েছে, মানবসভ্যতার যাবতীয় জরুরি জিনিস প্রকৃতি থেকেই আসে। প্রকৃতি ও পরিবেশকে না-বাঁচালে সভ্যতাও টিকবে না। পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী বলছেন, ‘‘প্রকৃতির ক্ষতি হলে শুধু দুর্যোগ আসে না, ছোটখাটো জীবের উপরেও তার প্রভাব পড়ে। প্রকৃতি-পরিবেশ বদলে গেলে তারা ক্ষতিগ্রস্ত হয়। কখনও কখনও ঝাঁক বেঁধে চেনা জায়গা ছেড়ে অন্যত্র চলে যায়। তাতেও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’

পরিবেশবিজ্ঞানীদের মতে, বর্তমানে প্রকৃতির সব থেকে বড় বিপদ কার্বন দূষণ ও উষ্ণায়ন। লকডাউন পর্বে কলকাতা-সহ দেশের দূষিত নগরীগুলির বায়ুদূষণের মাত্রা এক ধাক্কায় অনেক কমে গিয়েছে। কিন্তু লকডাউন করে দূষণ কমানো অবাস্তব। তবে বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত পদ্ধতিতে রাশ টানলে যে দূষণ কমানো সম্ভব, তার প্রমাণ মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE