ভুয়ো চিকিৎসক সন্দেহে বীরপাড়া থেকে গ্রেফতার হয়েছিলেন খুশিনাথ হালদার। তার পর থেকে ছিলেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। শনিবার সকালে মৃত্যু হয়েছে বন্দি খুশিনাথবাবুর।
কারা দফতর সূত্রের খবর, গত মে মাসে গ্রেফতারের পর থেকে খুশিনাথ কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। কিন্তু কিছু দিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ তিনি প্রচণ্ড ঘামতে শুরু করেন। তখনই তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
জেলের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই খুশিনাথ অসুস্থ হয়ে পড়েন।