কলকাতার তাপমাত্রা রবিবার এক ধাক্কায় বেড়ে গিয়েছে বেশ খানিকটা। তাতে যেন একটু স্বস্তি পেয়েছিলেন শহরবাসী। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে বেশ খানিকটা। উত্তরবঙ্গেও তাপমাত্রার আপাতত হেরফের হচ্ছে না। জাঁকিয়েই ঠান্ডা থাকবে আগামী সাত দিন। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে গোটা রাজ্যেই থাকবে কনকনে শীত। কুয়াশার দাপটও থাকবে গোটা রাজ্যে।
আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ সেখানে শীত থাকবে কনকনে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের চার জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের কয়েক জায়গায় দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। ওই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে তাপমাত্রা থেকেছে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার কলকাতার পারদ নেমেছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তার পর এক ধাক্কায় ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে রাজ্যের বাকি জেলায় ঠান্ডা ছিল জাঁকিয়েই। হাওয়া অফিস বলছে, এই কনকনে ঠান্ডা আপাতত থাকবে আরও সাত দিন।