ইদের ছুটি নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি-কাণ্ডে এক ব্যক্তিকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। তিনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নির্দেশিকা ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহে মুক্তারামবাবু স্ট্রিটের বাসিন্দা বিজয়শঙ্কর পাণ্ডেকে নোটিশ পাঠিয়ে দেখা করতে বলা হয়েছে। এই ঘটনায় আরও অনেকেই পুলিশের নজরে রয়েছে। তাঁদেরকেও নোটিশ পাঠানোর পক্রিয়া শুরু হয়েছে।কে বা কারা শ্যাল মিডিয়ায় এই ধরনে ভুয়ো খবর ছড়িয়েছেন, তা জানতে ইতিমধ্যেই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সংস্থাকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন:সাতসকালে কলকাতায় পুলিশের সামনেই ট্যাক্সিতে উঠে ছিনতাই!
উল্লেখ্য, রাজ্য সরকারের অর্থ বিভাগের ‘লেটারহেডে’ ইদের ছুটি সংক্রান্ত ওই ভুয়ো নির্দেশিকা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নির্দেশিকায় বলা হয়, ১২ থেকে ১৫ জুনের মধ্যে ইদ হওয়ার সম্ভাবনা। তাই পূর্ব নির্ধারিত ১৬ জুন ইদের দিনের সঙ্গে যুক্ত করে ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে। নির্দেশিকাতে পশ্চিমবঙ্গ সরকারের লোগোও ব্যবহার করা হয়। রাজ্য সরকারের অতিরিক্ত সচিবের নামের উপরে একটি সইও ছিল।
এই ঘটনা সামনে আসার পরই বিজ্ঞপ্তিটি ‘ভুয়ো’ বলে জানিয়ে দেয় কলকাতা পুলিশ। এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মাও বিজ্ঞপ্তিটি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানান। যাঁরা এই ভুয়ো বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই পক্রিয়া শুরু হল।