কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যৌথ কিছু দাবি নিয়ে আজ, মঙ্গলবার রাস্তায় নামছে কৃষক ও শ্রমিক সংগঠনগুলি। দেশ জুড়ে আজ ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। উত্তরপ্রদেশে লখিমপুরে গাড়ি চাপা দিয়ে কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আশিস মিশ্র টেনির পদত্যাগের দাবিতে সারা দেশের সঙ্গেই এই রাজ্যেও জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। কিসান মোর্চার রাজ্য শাখার তরফে অমল হালদার ও কার্তিক পাল জানিয়েছেন, কলকাতায় লেনিন মূর্তি থেকে আজ মিছিল হবে শ্রমিক সংগঠনগুলির আয়োজনে। সেখানে কৃষক নেতৃত্বও যোগ দেবেন। মিছিলে শামিল হওয়ার জন্য যুব, মহিলা-সহ প্রতিবাদী সব মানুষকে আহ্বান জানিয়েছেন অমল, কার্তিকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)