Advertisement
E-Paper

কেন্দ্রকে তোপ দাগলেও মমতার চাই রেলরক্ষী

কেন্দ্র-রাজ্য সংঘাত যতই তীব্র হোক না কেন, নিজের নিরাপত্তা বলয় থেকে রেলরক্ষী বাহিনীকে (আরপিএফ) ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০৩:২০

কেন্দ্র-রাজ্য সংঘাত যতই তীব্র হোক না কেন, নিজের নিরাপত্তা বলয় থেকে রেলরক্ষী বাহিনীকে (আরপিএফ) ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন আরপিএফের ৭ জন অফিসার ও জওয়ান মমতার ব্যক্তিগত নিরাপত্তা বলয়ে রয়েছেন। চলতি ডিসেম্বরেই তাঁদের এই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নবান্ন সূত্রের খবর, এই ৭ জন মমতার নিরাপত্তা বলয়ে থেকে যাচ্ছেন।

গত বেশ কয়েক বছর ধরে এই সাত অফিসার ও জওয়ান মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে বহাল রয়েছেন। মুখ্যমন্ত্রীর জেলা বা অন্য রাজ্যে সফরের আগে আরপিএফের এই জওয়ানেরাই সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীকে ঘিরে থাকা স্পেশ্যাল সিকিউরিটি উইং (এসএসডব্লু)-এ আরপিএফের জওয়ানেরা সেই কারণে ‘অ্যাডভান্স পার্টি’ হিসেবে পরিচিত।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে তদানীন্তন রেলমন্ত্রী মমতার নিরাপত্তায় আরপিএফের ২০ জন অফিসার ও জওয়ান ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজের নিরাপত্তার জন্য তাঁদেরই সঙ্গে নিয়ে আসেন মমতা। প্রথম দিকে এই রাজ্যের পুলিশকে নিজের ধারেকাছে ঘেঁষতেও দিতেন না মুখ্যমন্ত্রী। পরে ধীরে ধীরে আরপিএফ জওয়ানেরা একে একে তাঁদের মূল কাজের জায়গায় ফিরে যেতে শুরু করেন। কিন্তু, শেষ সাত জনকে মুখ্যমন্ত্রী রেখে দেন।

নবান্ন সূত্রের খবর, আরপিএফের এএসআই স্বপন মণ্ডল, দুই জওয়ান দেবপ্রতিম বন্দ্যোপাধ্যায় ও বদরদুজ্জা ১৯৯৮ সাল থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সে সময়েও মমতা রেলমন্ত্রী ছিলেন। ২০০৮ সাল থেকে রয়েছেন দেবনাথ চট্টোপাধ্যায়, পবিত্র মণ্ডল এবং স্বপন দত্ত নামে তিন জওয়ান। ২০১১ সালে বহাল হন আরপিএফের ডিভিশনাল সিকিউরিটি কমিশনার অশোক চক্রবর্তী।

এঁরা মমতার নিরাপত্তায় রয়েছেন মূল চাকরি থেকে ডেপুটেশন নিয়ে। সাধারণত, দু’বছর ডেপুটেশনে থাকার পরে মূল চাকরিতে ফিরে যাওয়ার কথা অফিসার ও জওয়ানদের। অন্যরা ফিরে গেলেও এই সাত জনের জন্য এত দিন সেই নিয়ম কার্যকর হয়নি। বার বার মেয়াদ বাড়ানো হয়েছে তাঁদের। এ বার ডিসেম্বরে সেই মেয়াদ আবার শেষ হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরে স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব অরুণ সেন রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখে ওই আরপিএফ জওয়ান ও অফিসারদের আরও দু’বছর রেখে দেওয়ার অনুরোধ করেন।

সেই অনুরোধ এ বারেও মঞ্জুর করেছে রেল। বলা হচ্ছে, প্রাক্তন রেলমন্ত্রী মমতার অনুরোধ ফেরাতে পারেনি রেল। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে এ নিয়ে পর পর তিন বার খোদ রেল বোর্ড আরপিএফ জওয়ানদের মেয়াদ বাড়াল বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। নোট বাতিলের পর যখন কেন্দ্রের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবাদ তীব্র হচ্ছে তখন তাঁর নিরাপত্তার দায়িত্বে আরপিএফের মেয়াদ বাড়ানো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনের একাংশ জানাচ্ছে, বর্তমান রেলমন্ত্রী সুরেশ প্রভূর সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক মধুর। ফলে মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে মর্যাদা দিতে চেয়েছে সুরেশ প্রভূর মন্ত্রক। তাই আপাতত আরও দু’বছর মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সাত জওয়ান ও অফিসার থেকে যাচ্ছেন।

Mamata Banerjee CM Bodyguard
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy