মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের দু’দিন আগে সংবাদমাধ্যমে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে করা মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তিনি ডাক্তারদের হুমকি দিয়েছেন। এ বার তাঁর বিরুদ্ধে এফআইআর হল বহরমপুর থানায়। বৃহস্পতিবার আইএমএ-র সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩, ৩৫৩ (৩) ও ৪৯ ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। হুমায়ুন বলেন, “যিনি অভিযোগ করেছেন, তাঁকে প্রমাণ করতে হবে, আমার কথায় তাঁর কী ক্ষতি হয়েছে। এফআইআরে আমি ভীত নই।” তাঁর দাবি, “ডাক্তারদের কাছ থেকে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। আমি লোকজন নিয়ে মেডিক্যাল কলেজে যাব। আমরা অভিযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানাব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)