রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। এক ব্যক্তির করা সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ। যদিও এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সুকান্ত। অক্সফোর্ডের কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন আর জি কর-কাণ্ড নিয়ে প্রশ্ন করেছিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাড়ি যাওয়ার পথে ভবানীপুর থেকে আটক করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। পুলিশ-কর্মীদের সঙ্গে বচসা চলাকালীন সোনাগাছির যৌনকর্মীদের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা নিয়ে মন্তব্য করেছিলেন সুকান্ত। তাঁর কু-কথার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এফআইআর হওয়ার পরেও সুকান্তের বক্তব্য, ‘‘তৃণমূল রাজনৈতিক কারণে এফআইআর করিয়েছে। আমি যা বলেছিলাম, এখনও সেই বক্তব্যেই অনড় রয়েছি। আমি কোনও মহিলা কিংবা কোনও ব্যক্তি পুলিশ অথবা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও কথা বলিনি। বলেছিলাম, যৌনকর্মীদেরও কিছু নীতি থাকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কোনও নীতি নেই।’’ সোনাগাছির যৌনকর্মী সমাজের তরফেও আজ, সোমবার প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)