দক্ষিণ কলকাতার একটি স্কুলে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। মঙ্গলবার দুপুরে পাম অ্যাভিনিউ এলাকার অশোক হল স্কুলে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য স্কুল বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই স্কুলে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তাই মঙ্গলবার স্কুল বন্ধ থাকায় পড়ুয়া এবং শিক্ষকদের কেউ স্কুলে যাননি। স্কুল বন্ধ থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আগুন লাগার সময় স্কুলের এয়ার কন্ডিশন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। প্রাথমিক ভাবে দমকলের আধিকারিকেরা মনে করছেন, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে নিরাপদে রয়েছেন রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত শ্রমিকেরা।
আরও পড়ুন:
দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় নিরাপদে এসেছে আগুনও। তবে বেলায় আগুন লাগার খবর পেয়ে স্কুলের সামনে চলে আসেন স্থানীয়দের অনেকে। সামনের রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশ ভিড় সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।