হাওড়ার সাঁকরাইলে আলমপুর এলাকায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সেখানকার একটি পিচ তৈরির কারখানায় আগুন লাগে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানাটিতে কাজ চলছিল। তবে অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি বলেই খবর। ধোঁয়া দেখেই শ্রমিকেরা নিরাপদ স্থানে চলে যান। তবে আশপাশে বেশ কয়েকটি বড় কলকারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া কাছেই রয়েছে একটি স্কুল। তাই আগুন দ্রুত ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।