ন্যূনতম মজুরি, কাজের সম্মান এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি সামনে রেখে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন। সিটু প্রভাবিত ওই ইউনিয়নের সম্মেলন থেকে দাবি তোলা হয়েছে, প্রত্যেক গৃহ-সহায়িকাকে সচিত্র পরিচিতিপত্র দিতে হবে। সপ্তাহে এক দিন ছুটি, অসুস্থতা মাতৃত্বকালীন ছুটি এবং তা ছাড়াও বছরে বিশেষ ছুটির জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করতে হবে। সংগঠনের দাবি, গৃহ-সহায়িকাদের ন্যূনতম মজুরি হোক ঘণ্টা প্রতি ৭৫ টাকা। সিটুর রাজ্য দফতর শ্রমিক ভবনে শুক্রবার সম্মেলনে উপস্থিত ছিলেন ১১টি জেলা থেকে ১০৯ জন প্রতিনিধি। সম্মেলন থেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পী সরকার, সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। কোষাধ্যক্ষ হয়েছেন অর্চনা মাঝি
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)