এক সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৩টেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। চলতি সপ্তাহের সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন তিনি। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি।
ইতিমধ্যে মন্ত্রিসভার সব সদস্যের হাতে এই বৈঠক সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সাম্প্রতিক অতীতে এক সপ্তাহে পর পর দু’ বার ক্যাবিনেট মিটিংয়ের নজির নেই। মমতার তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম বার এক সপ্তাহে দ্বিতীয় বার এই বৈঠক হচ্ছে। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এই বৈঠকে এসএসসি-সহ শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। মন্ত্রিসভার বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।