Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অন্য প্রশিক্ষণ নিচ্ছেন প্রাক্তন জঙ্গিরা

টারজান বা মিল্টন, এক সময় এই নামগুলিই উত্তরবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল৷ কুমারগ্রামের বাসিন্দা মিল্টন বর্মা ওরফে মিহির দাস সেই ১৯৯৫ সালে সালে কেএলও-তে যোগ দিয়েছিলেন৷ ১৯৯৭ সালে কেএলও-র প্রথম ব্যাচে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন সেই সময়ের কেএলও-র এই কম্যান্ড ইন চিফ৷ পরবর্তীকালে গ্রেফতার হন। তারপর ২০১১ সালে জেল থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরে আসেন তিনি৷

প্রশিক্ষণ: শারীরশিক্ষার পাঠে প্রাক্তন জঙ্গিরা। নিজস্ব চিত্র

প্রশিক্ষণ: শারীরশিক্ষার পাঠে প্রাক্তন জঙ্গিরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০২:৫৫
Share: Save:

ফের একবার প্রশিক্ষণে টারজান-মিল্টনরা৷ তবে এ বার আর বন্দুক বারুদের প্রশিক্ষণ নয়৷ বরং জঙ্গি জীবন থেকে মূল স্রোতে ফেরার পর এ বার তাদের এই প্রশিক্ষণে রয়েছে বিভিন্ন ধরনের শরীর চর্চা৷ সেই সঙ্গে আইনের পাঠ৷ নিজেদের হোমগার্ড হিসাবে গড়ে তুলতে এখন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এ ভাবেই চলছে প্রাক্তন কেএলও জঙ্গিদের প্রশিক্ষণ৷

টারজান বা মিল্টন, এক সময় এই নামগুলিই উত্তরবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল৷ কুমারগ্রামের বাসিন্দা মিল্টন বর্মা ওরফে মিহির দাস সেই ১৯৯৫ সালে সালে কেএলও-তে যোগ দিয়েছিলেন৷ ১৯৯৭ সালে কেএলও-র প্রথম ব্যাচে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন সেই সময়ের কেএলও-র এই কম্যান্ড ইন চিফ৷ পরবর্তীকালে গ্রেফতার হন। তারপর ২০১১ সালে জেল থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরে আসেন তিনি৷

একইভাবে এক সময় টারজান ওরফে মধুসূদন দাসের নামও কেএলও শিবিরে অত্যন্ত পরিচিত ছিল৷ মিল্টনের আগেই তিনি সমাজের মূল স্রোতে ফেরেন৷ সম্প্রতি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই টারজান-মিল্টন সহ আলিপুরদুয়ারের ২১জন প্রাক্তন কেএলও জঙ্গির হাতে হোমগার্ডের নিয়োগপত্র দেওয়া হয়৷

সেই হোমগার্ডের চাকরির জন্যই বর্তমানে শহরের প্যারেড গ্রাউন্ডে চলছে তাদের প্রশিক্ষণ৷ প্রশিক্ষণ দিচ্ছেন জেলা পুলিশের আধিকারিকেরা৷ ৪২দিন ধরে চলবে এই প্রশিক্ষণ৷ প্রতিদিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত প্রশিক্ষণ নেওয়া মিল্টনের কথায়, ‘‘এই প্রশিক্ষণ হয়তো আগের মতো তত কঠিন নয়৷ কিন্তু এই প্রশিক্ষণে ভাল লাগাটা অনেক বেশি৷ আমরা চাই বাকি যারা প্রাক্তন কেএলও জঙ্গি কিংবা লিঙ্কম্যান রয়েছেন, তাঁদের কথাও সরকার ভাবুক৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Training Homeguard Former terrorist KLO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE