প্রয়োজনীয় ছাড়পত্র থাকা সত্ত্বেও শিলচর স্টেশনের নাম এখনও ভাষা-শহিদদের স্মরণে না-হওয়া নিয়ে অসম সরকারকে নিশানা করল ফরওয়ার্ড ব্লক। বাংলা ভাষার সাংবিধানিক মর্যাদা আদায়ের লক্ষ্যে আন্দোলন করে ১৯৬১ সালের ১৯ মে পুলিশের গুলিতে এই স্টেশনেই নিহত হয়েছিলেন ১১ জন ভাষা সত্যাগ্রহী। নিহতদের স্মৃতিতে শিলচর স্টেশনের নাম ‘ভাষা শহিদ স্টেশন’ করার যে দাবি বরাক উপত্যকায় দীর্ঘদিন ধরে রয়েছে, তাকে সমর্থন জানিয়েছে ফ ব-র কেন্দ্রীয় কমিটি। দলের সাধারণ সম্পাদক জি দেবরাজন বলেছেন, ‘‘এই আন্দোলন ভাষা-সংগ্রামের সঙ্গে গণতান্ত্রিক প্রতিরোধ ও সাংস্কৃতিক দাবিদাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়। অথচ স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়পত্র দিলেও এখনও পর্যন্ত স্টেশনের নাম ভাষা শহিদদের স্মরণে করা হয়নি। অসম রাজ্য সরকারের উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক। রেল মন্ত্রক এবং রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)