Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Forward Bloc

বিএসএফের নয়া নীতিতে কৃষক সমস্যা, চিঠি শাহকে

সীমান্ত লাগোয়া ১৫ কিমির বদলে বিএসএফের এক্তিয়ারের এলাকা বাড়িয়ে ৫০ কিমি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৪:১৭
Share: Save:

সীমান্তবর্তী রাজ্যে বিএসএফের এক্তিয়ারের এলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ দেবব্রত বিশ্বাস। সীমান্ত লাগোয়া ১৫ কিমির বদলে বিএসএফের এক্তিয়ারের এলাকা বাড়িয়ে ৫০ কিমি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের এক্তিয়ারে ‘হস্তক্ষেপ’ বলে বিভিন্ন বিরোধী দলই সরব হয়েছে। সেই প্রশ্ন তোলার পাশাপাশি শাহকে চিঠিতে দেবব্রতবাবু কৃষকদের সমস্যার কথা বিবেচনা করার আর্জি জানিয়েছেন। সীমান্ত লাগোয়া এলাকায় চাষের জমিতে কাজ করার ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ মেনে চলতে হয়, বিএসএফের সঙ্গে কৃষকদের ঝামেলাও বাধে। এ বার বিএসএফের এলাকা বাড়িয়ে দিলে ওই অঞ্চলের কৃষকেরা আরও সমস্যায় পড়বেন বলে দেবব্রতবাবুর অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forward Bloc Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE