বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। যদিও তার প্রভাব আপাতত এ রাজ্যের আবহাওয়ায় পড়ছে না। তবে হাওয়াবদলের সম্ভাবনা রয়েছে। খটখটে শুকনো আবহাওয়ায় পড়তে চলেছে ছেদ। সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে, তা সপ্তাহান্তে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তার পরে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এটিও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, নজর রাখছেন আবহবিদেরা।
উত্তরবঙ্গে শুক্রবার থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন:
সপ্তাহান্তে দক্ষিণে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্রবার দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।