ভেনেজ়ুয়েলার পারামিলো বিমানবন্দর থেকে উড়তে শুরু করেছিল ছোট বিমানটি। পরের মুহূর্তেই উল্টে গিয়ে রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। তার পরে দুই ইঞ্জিনের ওই বিমানে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের দুই চালক। বুধবার সকাল ৯টা নাগাদ (ভেনেজ়ুয়েলার সময় অনুসারে) দুর্ঘটনার মুখে পড়ে পাইপার পিএ-৩১টি১ বিমানটি। তার রেজিস্ট্রেশন নম্বর ওয়াইভি ১৪৪৩।
ভেনেজ়ুয়েলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল এরোনটিকস (আইএনএসি) জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটির উড়ান শুরুর পরেই তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। উল্টে গিয়ে সেটি ভেঙে পড়ে রানওয়েতে। তদন্তকারীদের একাংশের প্রাথমিক অনুমান, উড়ানের সময় বিমানটির টায়ার ফেটে গিয়েছিল। তার জেরেই এই বিপত্তি। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
বিমানের উপর নজরদারি সংস্থা ফ্লাইটরাডার২৪ বলছে, সাধারণ ভেনেজ়ুয়েলাতেই উড়ত ওই ছোট বিমান। সম্প্রতি পানামা এবং কিউবা গিয়েছিল।