এ বার থেকে কোনও ঘটনার তদন্তে নেমে পুলিশ অফিসারদের তল্লাশি, বাজেয়াপ্ত প্রক্রিয়া এবং সাক্ষ্য গ্রহণ করতে হবে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। সম্প্রতি রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের নির্দেশ, নতুন আইন অনুযায়ী ‘ই-সাক্ষ্য’ নামে ওই অ্যাপের মাধ্যমে তল্লাশির এবং জিনিসপত্র বাজেয়াপ্তকরণের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে এবং তা ঘটনাস্থল থেকেই সরাসরি আপলোড করতে হবে তদন্তকারীদের। ওই তথ্য তদন্তকারী অফিসার ছাড়া শুধু সংশ্লিষ্ট কোর্টের বিচারকও দেখতে পারবেন। তার বাইরে ওই ছবি বা ভিডিয়ো কেউ দেখতে পারবেন না। দ্রুত অ্যাপের ব্যবহার চালু করতে জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছে ভবানী ভবন। অ্যাপের প্রশিক্ষণও দিতে হবে তদন্তকারীদের।
পুলিশ সূত্রের খবর, গত বছর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) চালু হয়। তাতে তল্লাশি, বাজেয়াপ্ত প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করা বাধ্যতামূলক করা হয়েছে। ওই রেকর্ডিং দু’দিনের মধ্যে আদালতে পেশ করতেও বলা হয়েছে। তারপরে পুলিশকর্তারা তদন্তকারীদের মোবাইল ফোনের ক্যামেরায় তল্লাশি এবং বাজেয়াপ্ত প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করে তা পেন ড্রাইভে ভরে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। এ বার তার বদলে এই অ্যাপ ব্যবহার করা হবে।
রাজ্য পুলিশের এক কর্তা জানান, পুরো বিষয়টিতে স্বচ্ছতা আনতেই অ্যাপ চালু করা হয়েছে। ওই অ্যাপে এক-এক দফায় দশ মিনিট পর্যন্ত রেকর্ডিং করা যাবে। দীর্ঘ তল্লাশি বা বাজেয়াপ্ত প্রক্রিয়ায় একাধিক ক্লিপিংস তৈরি করে আপলোড করতে হবে। ওই তথ্য রাজ্য সরকারে ডেটা সেন্টারে জমা থাকবে। ফলে তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা কম। ওই অ্যাপে কোন জায়গা থেকে তথ্য আপলোড করা হয়েছে, তারও উল্লেখ থাকবে। তাই তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন ওঠার আশঙ্কা কম।
পুলিশের খবর, ওই অ্যাপ ব্যবহারের আগে তদন্তকারী অফিসারকে নিজের থানার ওসি বা আইসি-র অনুমতি নিতে হবে। তথ্য আপলোডের সময় কোন থানা, কেস নম্বর এবং তদন্তকারী অফিসারের নাম-সহ বিস্তারিত তথ্য আপলোড করতে হবে। তদন্তকারী চাইলে পেন ড্রাইভেও ওই ভিডিয়ো ফুটেজ রাখতে পারেন। সে ক্ষেত্রে তথ্য বিকৃত করা হয়নি, সেই শংসাপত্র তদন্তকারীকে নিতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)