Advertisement
E-Paper

নির্বাচনী বিধিনিষেধ উঠতেই পদে ফিরছেন বদলি এক ঝাঁক পুলিশ অফিসার, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অব কন্ডাক্ট (এমসিসি) কার্যকরী ছিল রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ২৩:০৫
ক্যাপশন: রাজেশ কুমার, নটরাজন রমেশবাবু ও রাজীব কুমার। —ফাইল চিত্র

ক্যাপশন: রাজেশ কুমার, নটরাজন রমেশবাবু ও রাজীব কুমার। —ফাইল চিত্র

ভোটগ্রহণ শুরুর মুখেই কলকাতা এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এডিজি সিআইডির পদ থেকে রাজীব কুমারকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে। নির্বাচনী আচরণ বিধি উঠতেই অপসারিত পুলিশ অফিসারদের তাঁদের নিজ নিজ পদে ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। একই সঙ্গে কমিশন নিযুক্ত অফিসারদের পাঠিয়ে দেওয়া হল কম্পালসরি ওয়েটিংয়ে।

লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অব কন্ডাক্ট (এমসিসি) কার্যকরী ছিল রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত। তার আগে পর্যন্ত রাজ্য সরকারের আমলা, পুলিশ অফিসাররা ছিলেন কমিশনের অধীন। এই সময়ের মধ্যেই নির্বাচন শুরুর দিকে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বদলি করেছিল কমিশন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল আইজি এবং এডিজি অপারেন্স-এর। অন্য দিকে বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে পাঠানো হয়েছিল আর্থিক অপরাধ দমন শাখার ডিরেক্টর পদে। আবার নির্বাচনের সময় এডিজি সিআইডি পদে কর্মরত রাজীব কুমারকে শেষ দফা ভোটের আগে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট করতে বলা হয়েছিল। বিভিন্ন কমিশনারেট এবং জেলা পুলিশেও একাধিক রদবদল করেছিল কমিশন।

আরও পড়ুন: অভিষেকের দায়িত্বে কোপ পড়তেই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বৈঠক ঘিরে উত্তপ্ত তৃণমূল ভবন

কিন্তু নির্বাচনী বিধিনিষেধ উঠতেই বিজ্ঞপ্তি জারি করে বদলি হওয়া পুলিশ অফিসারদের নিজেদের পদে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রবিবার সন্ধ্যায় রাজ্যপালের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে তালিকা দিয়ে নিজ নিজ পদের দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর কমিশন যে সব পুলিশ অফিসারদের বদলি পুলিশ অফিসারদের বসিয়েছিল, তাঁদের সবাইকেই কম্পালসরি ওয়েটিং-এ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: তৃণমূল উঠে যাওয়ার মুখে, মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না, বললেন মুকুল রায়

কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো অফিসারদের মধ্যে রয়েছেন বর্তমান কলকাতার পুলিশ কমিশনার রাজেশ কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার নটরাজন রমেশ বাবু, ব্যারাকপুরের কমিশনার সুনীল কুমার চৌধরি এবং কোচবিহারের পুলিশ সুপার অমিত কুমার সিংহ।

Election Results 2019 Lok Sabha Election 2019 লোকসভা ভোট ২০১৯ লোকসভা নির্বাচন ২০১৯ Rajesh Kumar Natarajan Ramesh Babu Rajeev Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy