Advertisement
১৯ এপ্রিল ২০২৪
General Election Results 2019

তৃণমূল উঠে যাওয়ার মুখে, মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না, বললেন মুকুল রায়

মুকুল এ দিন বলেন, ‘‘এক সময় বাম বিরোধিতা করেই তৃণমূলের উত্থান হয়েছিল। বামেরা এখন নেই। তৃণমূলও বিলুপ্ত হয়ে যাবে।’’

বিজেপি নেতা মুকুল রায়। —ফাইল চিত্র

বিজেপি নেতা মুকুল রায়। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ১৭:২০
Share: Save:

লোকসভা ভোটে রাজ্যে বিপুল সাফল্য বিজেপির। ২ থেকে সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ১৮। রাজনৈতিক মহলে জোর চর্চা, দিল্লিতে যদি অমিত শাহ হন, বাংলার চাণক্য তবে মুকুল রায়। সেই মুকুল রায় তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলকে। বললেন, ‘মমতার কথা আর কেউ বিশ্বাস করেন না’। তৃণমূল দলটাই উঠে যাবে বলেও মন্তব্য বিজেপি নেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ইচ্ছেপ্রকাশ নিয়েও খোঁচা দিয়েছেন মুকুল।

ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রায় প্রতি দিনই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে নানা প্রান্তে। তার মধ্যেই উঁকি দিচ্ছে নানা রাজনৈতিক জল্পনা। তৃণমূল ছেড়ে আরও অনেকে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও হাওয়ায় ভাসছে গুঞ্জন। এই প্রেক্ষিতে মুকুল রায়ের তাৎপর্যপূর্ণ ঘোষণা, তৃণমূল দলটাই উঠে যাবে। সাংবাদিক বৈঠকে মুকুল এ দিন বলেন, ‘‘এক সময় বাম বিরোধিতা করেই তৃণমূলের উত্থান হয়েছিল। বামেরা এখন নেই। তৃণমূলও বিলুপ্ত হয়ে যাবে।’’

বাংলার ভোটে বিজেপির যেমন বিপুল উত্থান হয়েছে, তেমনই কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। ৩৪ থেকে ঘাসফুলের ঝুলিতে ২২ আসন। ভোটের পর্যালোচনা বৈঠকে এই খারাপ ফলের দায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী নিজেই সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়েছিলেন শনিবার। রবিবার তার জবাবে মুকুলের কটাক্ষ, ‘‘ দলের কার কাছে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেছেন মমতা? উনি কোনও দিনও পদত্যাগ করবেন না।’’ একই সঙ্গে মুসলিম সম্প্রদায়কে মমতা অপমান করেছেন বলেও এ দিন তোপ দাগেন মুকুল।

ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল শিবির থেকে বলা হচ্ছিল, বামেদের ভোট সম্পূর্ণ বিজেপির দিকে ঘুরে গিয়েছে। জবাবে মুকুল উল্টে বলেন, ‘‘বরং বামেদের ভোট পেয়েই তৃণমূল এ বার যেটুকু আসন পেয়েছে, তা ধরে রেখেছে।’’ বিজেপির বিরুদ্ধে বিপুল টাকা ঢেলে ভোট কেনার অভিযোগও তুলেছিল তৃণমূল। মুকুল বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বিজেপি কোথাও টাকা ঢেলে প্রচার করেনি। ইভিএম কারচুপি নিয়ে মুকুলের জবাব, ‘‘কারচুপি যদি হয়, তাহলে যেখানে তৃণমূল প্রার্থীরা জিতেছেন, সেখানেও কারচুপি হয়েছে।’’

কী বললেন মুকুল?

• ভোট পর্ব শেষ, এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব

• বিজেপির ১১৪০ কর্মী জেলে আছেন, রাজজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে

• তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এখন কেউ গুরুত্ব দেয় না

• মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি ৪২-এ শূন্য পাবে, আমরা সেখানে ১৮টি আসন পেয়ছি, ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছি

• ইভিএম কারচুপি হলে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছেন, সেখানেও ইভিএম কারচুপি হয়েছে

• মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করেছেন মমতা

• শুধুমাত্র সিপিএমের বিরোধিতার জন্য তৃণমূলের জন্ম

• দলের কার কাছে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেছেন মমতা?

• মমতা কোনওদিন পদত্যাগ করবেন না

• তৃণমূল কংগ্রেস বিলুপ্ত হয়ে যাবে

• সিপিএম বিরোধিতা থেকে একটা দল তৈরি হয়েছিল

• সিপিএম নেই। আগামী দিনে তৃণমূল থাকবে না

• বিজেপি কোনও জায়গায় টাকা ঢেলে ভোট করেনি। এ অভিযোগ মিথ্যা।

• বাম ভোট পেয়েই তৃণমূল এ বার যেটুকু সিট পেয়েছে তা ধরে রেখেছে

• আমার লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিরুদ্ধে

• মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কাকে এনআরসি বলে বা কাকে সিটিজেনসিপ অ্যামেন্ডমেন্ড অ্যাক্ট বলে।

• আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ড অ্যাক্ট লাগু হবে। তার পর এনআরসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE