Advertisement
E-Paper

পর্যটনে কর্মসংস্থানে চালু হল অন-লাইন কোর্স!

এ বছর কেন্দ্রীয় সরকাররে তরফ থেকে ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর ‘পর্যটন পর্ব’ পালন করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ১৯:৪৪
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জে পি সাউ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন গাইড শমীক রায়কে।— নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জে পি সাউ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন গাইড শমীক রায়কে।— নিজস্ব চিত্র।

সুন্দরবনের খাড়িতে কখনও নৌকা নিয়ে গিয়েছেন? গা ছমছম করবে! বাঘের ডাকও শুনতে পারেন। ওখানে না গেলে বোঝা সম্ভব নয়।

কুয়াশায় ঢাকা দার্জিলিঙের ঘুম স্টেশন দেখেছেন? অথবা ডিসেম্বরের মিরিক?উত্তর যদি না হয়, তাহলে আর দেরি করবেন না।

ভারতের বিভিন্ন অঞ্চল রোমাঞ্চে ভরা। সেখানকার খাবার, গান, নাচ, শিল্প এমনকি মানুষের আপায়নের ধরনও একেবারে আলাদা। এ দেশকে চেটেপুটে উপভোগ করতে চাইলে আপনার জন্যে সব সময় হাজির ভারত সরকারের পর্যটন মন্ত্রক। কোথায়, কোন হোটেলে থাকবেন? কীভাবে যাবেন? সব রকম তথ্য মিলবে ওয়েব সাইটে। সেই জন্যেই তো স্লোগান উঠেছে ‘দেখো আপনা দেশ’।

আরও পড়ুন: এনজিপিতে নামতেই এবিভিপি কর্মী-সমর্থকদের উপর হামলা, অভিযুক্ত টিএমসিপি​

আরও পড়ুন: কর্ণকে ছাড়াতে কাঁথি থানায় হুমকি ফোন! বাকি দুষ্কৃতীরা এখনও অধরা​

ভারতে পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে প্রচুর কর্মসংস্থানও হচ্ছে। এ বছর কেন্দ্রীয় সরকাররে তরফ থেকে ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর ‘পর্যটন পর্ব’ পালন করা হয়। কর্ম সংস্থান সরকার অনুমোদিত একটি অন-লাইন কোর্স চালু করা হয়েছে। যে কেউ ওই কোর্স করে পর্যটনের মাধ্যমে সনির্ভরও হতে পারেন। এ বছর ভারত সরকারের তরফ থেকে সেরা গাইডের পুরস্কার পেয়েছেন শমীক রায়। পূর্বাঞ্চল থেকে এই প্রথম কোনও বাঙালি গাইড এই জাতীয় সম্মান পেলেন।কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জে পি সাউ বলেন, “পর্যটকরা ভারতে এলে তাঁরা যেন ভাল অভিজ্ঞতা নিয়ে নিজের দেশে ফিরে যান, তার দায়িত্ব নিতে হবে আমাদেরই। অনেক সময়েই অভিযোগ ওঠে, ট্যুর প্যাকেজের প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা মেলেনি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অনুমোদিত সংস্থাগুলো থেকেই ট্যুর প্যাকেজ করা উচিত। তার পরেও যদি কোনও গোলমাল হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় থাকে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল হতে পারে।”

অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয় পরবর্তী বছরের পর্যটন মেলার থিম হবে ‘জব অপরচুনিটি থ্রু টুরিজম’। এমনকি ২০১৯ সালের বিশ্ব পর্যটন মেলার আয়োজক দেশও ভারত।

পর্যটন মন্ত্রকের সহকারী অধিকর্তা (পূর্বাঞ্চল) সি আর চৌধুরি বলেন, “গত বছরে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রায় ৮ কোটি পর্যটক এসেছেন। এছাড়াও বহু বিদেশি পর্যটকও রয়েছেন। এ রাজ্যে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে।”

Government Employment Online Tourism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy