Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুফল বাংলা স্টল এ বার সব জেলায়

কলকাতা এবং শহরতলিতে শুধু নয়। ‘সুফল বাংলা’র সুফল এ বার সব জেলাতেই ছড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। এবং শুধু শাক-সব্জি-চাল-ডাল নয়, হাঁস-মুরগি-পাঁঠার মাংসও মিলবে সুফল বাংলার স্টলে। পাওয়া যাবে আইসক্রিম, ঘোল-সহ ডেয়ারি-পণ্যও। তা জোগাবে মাদার ডেয়ারি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:১৩
Share: Save:

কলকাতা এবং শহরতলিতে শুধু নয়। ‘সুফল বাংলা’র সুফল এ বার সব জেলাতেই ছড়িয়ে দিতে চাইছে রাজ্য সরকার। এবং শুধু শাক-সব্জি-চাল-ডাল নয়, হাঁস-মুরগি-পাঁঠার মাংসও মিলবে সুফল বাংলার স্টলে। পাওয়া যাবে আইসক্রিম, ঘোল-সহ ডেয়ারি-পণ্যও। তা জোগাবে মাদার ডেয়ারি।

বণিকসভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে বৃহস্পতিবার কৃষিপণ্য এবং তার বিপণন নিয়ে এক আলোচনাসভায় এ কথা জানান রাজ্যের কৃষি বিপণন দফতরের যুগ্মসচিব মিতালি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘প্রতিটি জেলায় পাঁচটি করে ‘সুফল বাংলা’ স্টল খোলা হবে। জেলাশাসকদের জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে। আবাসন দফতরের আবাসনেও সুফল বাংলার একটি করে স্টল থাকবে।’’

প্রথমে আলু-পেঁয়াজ বিক্রি। পরে খোলা হয় মুরগির মাংসের সরকারি বিপণিও। তারও পরে ‘সুফল বাংলা’। কৃষক ফসলের ন্যায্য দাম পাবেন, ক্রেতারাও সাধ্যের মধ্যে শাক-সব্জি-চাল-ডাল কিনতে পারবেন— এমন ভাবনা থেকেই বছরখানেক আগে ‘সুফল বাংলা’ নামে বিপণন কেন্দ্র খুলেছিল তৃণমূল সরকার। কলকাতা ও আশেপাশে এই ধরনের স্টলের সাফল্য দেখেই জেলায় সুফল বাংলা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sufal Bangla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE