দলের কেন্দ্রীয় নেতারা যেমন পরামর্শই দিয়ে যান, রাজ্য বিজেপির মুখে আবার ফিরে এল ৩৫৬ ধারা জারি করার দাবি! আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বিজেপির বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন, তাতে বিজেপির কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই কারণে ৩৫৬ ধারা জারি করা উচিত বলে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দাবি জানাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল।
শুভেন্দুদের ওই দাবির পরেই মুখ্যমন্ত্রীকে ওই মন্তব্য প্রত্যাহার করতে বলে চিঠি পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল ধনখড়। বিজেপির প্রতিনিধিদলের অভিযোগের কথা উল্লেখ করেই ভিডিয়ো বিবৃতিতে তিনি বুধবার বলেছেন, ‘‘আসানসোলের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের ক্লিপিং আমাকে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী যে ভাবে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে জেহাদ ঘোষণার কথা বলেছেন, তা উদ্বেগজনক। তাঁর কাছে আবেদন, এই মন্তব্য প্রত্যাহার করে নিন এবং আমার বক্তব্যের উত্তর দিন।’’ শুভেন্দুদের কড়া জবাব দেওয়ার পাশাপাশিই রাজ্যপালের এই ভূমিকাকে বিজেপির দলদাসত্ব এবং রাজনৈতিক পক্ষপাতমূলক বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
শুভেন্দুকে গ্রেফতারের দাবি নিয়ে মঙ্গলবারই রাজ্যপালের কাছে গিয়েছিল মন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল। ওই বিষয়ে তাঁর কী করণীয়, তৃণমূল নেতাদের কাছেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল। আর এ দিন কালক্ষেপ না করে মুখ্যমন্ত্রীকে তাঁর চিঠি দেওয়ার ঘটনায় ব্রাত্য বলেন, ‘‘আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানাতে রাজ্যপালের কাছে গিয়েছিলাম। আমাদের বক্তব্য জানানোর আগেই রাজ্যপাল ক্রমাগত মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে দীর্ঘ ক্ষণ অভিযোগ জানিয়ে গিয়েছেন। আর এ দিন দেখা গেল, মুখ্যমন্ত্রী কোনও রাজনৈতিক সভা থেকে কী মন্তব্য করেছেন, সেটা নিয়ে উনি বিবৃতি দিচ্ছেন! রাজ্যপাল সাংবিধানিক প্রধান। কিন্তু তিনি নিজেকে রাজনৈতিক বিচারকের জায়গায় নামিয়ে আনছেন! অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’