রেড রোডে বিসর্জনের বর্ণিল শোভাযাত্রায় এ বার অংশ নিল ৭১টি দুর্গাপুজো কমিটি। কলকাতা ও সংলগ্ন শহরতলির পুজোগুলিকে একসঙ্গে দেখার এই কার্নিভালে এ বার অংশ নেওয়া পুজো কমিটির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীর ভিড়ও ছিল নজরকাড়া। শুক্রবার চতুর্থ বর্ষের এই বিশেষ শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
মুখ্যমন্ত্রীর পাশের একটি মঞ্চে স্ত্রী, কন্যা, নাতি, বেয়াই, বেয়ানকে নিয়ে ঠায় চার ঘণ্টা বসে রাজ্যপাল এই শোভাযাত্রা দেখলেন। রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত একের পর এক দুর্গাপ্রতিমা ও মণ্ডপ, আলোয় সাজানো ট্যাবলো দেখার পরে অনুষ্ঠান শেষে মুগ্ধ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বললেন, ‘‘চমৎকার! কী ভাবে এই গোটা ব্যাপারটা সামলান? (অ্যামেজিং! হাউ ডু ইউ ম্যানেজ ইট?) দু’মাস আগে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের সঙ্গে টানাপড়েন চলছে রাজ্যপালের।