Advertisement
১৯ মে ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান কম বলেই সংঘর্ষ হয়, মত রাজ্যপালের

রাজ্যে প্রয়োজনের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট কম। আর সেই কারণেই ছাত্র ভর্তির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজে সংঘর্ষ চলছে। মঙ্গলবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের সমাবর্তন উৎসবে এসে এমনটাই জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সমাবর্তন উৎসবে রাজ্যপাল। ছবি: সজল চট্টোপাধ্যায়।

সমাবর্তন উৎসবে রাজ্যপাল। ছবি: সজল চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ১৬:২৬
Share: Save:

রাজ্যে প্রয়োজনের তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান যথেষ্ট কম। আর সেই কারণেই ছাত্র ভর্তির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন কলেজে সংঘর্ষ চলছে। মঙ্গলবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের সমাবর্তন উৎসবে এসে এমনটাই জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এ দিন ওই প্রতিষ্ঠানের তৃতীয় সমাবর্তন উৎসব উপলক্ষে হরিণঘাটায় এসেছিলেন রাজ্যপাল। সেখানে প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন তিনি। ১১৬ জনের হাতে স্বর্ণপদক-সহ শংসাপত্রও তুলে দেন। সেই সঙ্গে দেশের কাজে যোগ দিতে উৎসাহিত করেন শিক্ষার্থীদের। তিনি আশাপ্রকাশ করেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোবার পরে শিক্ষার্থীরা তাঁদের বিদ্যাকে দেশের কাজে লাগাবেন। কথায় কথায় উঠে আসে বিভিন্ন কলেজে ছাত্র ভর্তির ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষের কথাও। এ ব্যাপারে তাঁর অভিমত জানতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতাকেই দায়ী করেন রাজ্যপাল। এর পাশাপাশি তিনি বলেন, “ছাত্র ভর্তির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ একেবারেই অভিপ্রেত নয়।”

পাশাপাশি, সংঘর্ষ থেকে মুক্তির উপায় হিসেবে ছাত্র ভর্তির প্রচলিত ব্যবস্থাকেই সমর্থন করেন কেশরীনাথ। তাঁর মতে, অনলাইনে ভর্তির সঙ্গে সরাসরি ভর্তি ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনা করলে এমন অনভিপ্রেত ঘটনা জন্ম না-ও নিতে পারে। একই সঙ্গে, ছাত্র ভর্তির ব্যাপারে মেধাভিত্তিক অগ্রাধিকারকে গুরুত্ব দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE