কলকাতার রাস্তায় ‘গোলি মারো’ স্লোগানকে কার্যত তুচ্ছ করার চেষ্টা করেছেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে দিল্লির হিংসার সঙ্গে একই বন্ধনীতে এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিচার করতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মঙ্গলবার হাওড়ার বাউড়িয়ায় গিয়ে সাংবাদিকদের ধনখড় বলেন, ‘‘কেউ কেউ দিল্লির দাঙ্গার নিন্দা করতে গিয়ে একপেশে মনোভাব ব্যক্ত করছেন। এই রাজ্যেও হিংসা চলছে। দিল্লির দাঙ্গার নিন্দা করতে গিয়ে এই রাজ্যের বিষয়টি এড়িয়ে গেলে হবে না। দিল্লির দাঙ্গার সঙ্গে এই রাজ্যেও যে হিংসা হচ্ছে তার নিন্দা করতে হবে। নিন্দার ক্ষেত্রে কোনও বাছবিচার যেন না থাকে। সব দাঙ্গা এবং হিংসারই নিন্দা করতে হবে।’’
রাজ্যপালের এই মন্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এই রাজ্যপাল কখনই গর্বিত নন। বাংলাকে সবসময়ই নেতিবাচক দৃষ্টিতে দেখেন। তারপরও রাজ্যবাসীর কাছ থেকে তিনি কিছু প্রত্যাশা করতে পারেন কি?’’
দিল্লির হিংসা নিয়ে রাজ্যপালের মত জানতে চাওয়া হলে তাঁর বক্তব্য, ‘‘হিংসা কোনওমতেই বরদাস্ত করা যাবে না। সাধারণ মানুষ হিংসায় জড়িত থাকেন না। হিংসা করে গুটিকয় মানুষ। তাদের একঘরে করতে হবে।’’ এই মন্তব্য করার পাশাপাশি বিরোধী দলগুলিকে খোঁচাও দেন রাজ্যপাল। তিনি বলেন, ‘‘কেউ কেউ দাঙ্গার নিন্দা করতে গিয়ে একপেশে মনোভাব ব্যক্ত করছেন। এই রাজ্যেও হিংসা চলছে। জলপাইগুড়িতে কয়েকদিন আগেই ঘটে গিয়েছে হিংসার ঘটনা।’’
রাজ্যপালের এই অভিযোগ নস্যাৎ করে পার্থবাবু বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গে সরকারের বিরোধ থাকতে পারে। শাসকদলের সঙ্গে বিবাদ হতে পারে। কিন্তু দাঙ্গার মতো বিষয় নিয়েও তিনি যা বলেছেন, তা রাজ্যবাসীর কাছে অসম্মানজনক। রাজ্যপাল এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য জানেন না। এ রাজ্যের সঙ্গে ওঁর পরিচিত রাজ্যের অনেক ফারাক আছে।’’